সুইগিতে বাবার নতুন চাকরির খবরে মেয়ের চোখে জল, ভাইরাল ভিডিওয় আপ্লুত নেটিজেনরা

Last Updated:

বাবার অর্জন করা খুব সামান্য কিছুও বিশাল হয়ে ধরা দেয় মেয়ের চোখে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিও দেখে সেই কথাই আবার প্রমাণিত হল।

বাবা এবং মেয়ের মধ্যে সম্পর্কের বন্ধন চিরকালের। যে কোনও কন্যাসন্তানের আনন্দ, দুঃখ, আশা-ভরসা সব কিছুকেই বাবারা আগলে রাখতে চান। আর ঠিক সেই কারণেই বলা হয় যে একজন মেয়ের জীবনে সব সময়ে সুপারহিরোর জায়গাটা দখল করে থাকেন তার বাবা। জীবনের প্রতি পদে মেয়েরা খুঁজে চলে সেই সব আশ্বাস, যা তারা বাবার কীছ থেকে পেয়েছিল একদা। সেই জন্যই বাবার অর্জন করা খুব সামান্য কিছুও বিশাল হয়ে ধরা দেয় মেয়ের চোখে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিও দেখে সেই কথাই আবার প্রমাণিত হল।
এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ভদ্রলোক নতুন চাকরি পেয়েছেন। তিনি সেই কথাটা জানিয়ে সারপ্রাইজ দিতে চান মেয়েকে। সেই উদ্দেশ্য যে সফল হয়েছে, তা ভিডিও দেখলেই স্পষ্ট বোঝা যাবে। সুইগিতে বাবার নতুন চাকরি পাওয়ায় ভীষণ খুশি মেয়ে এক ছোট্ট আনন্দ উৎসবের আয়োজন করেছে। সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। পূজা অবন্তিকা নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি আপলোড করা হয়েছে।
advertisement
advertisement
কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি ছোট্ট মেয়ে হাত দিয়ে নিজের চোখ দুটিকে ঢেকে দাঁড়িয়ে রয়েছে। তার বাবা হাতে একটি ট্রেডমার্ক করা সুইগির টি-শার্ট নিয়ে দাঁড়াতেই মেয়ে জানতে পারে বাবা সুইগিতে নতুন চাকরি পেয়েছেন। এর পরেই আনন্দে লাফিয়ে ওঠে ছোট্ট মেয়েটি। খুশিতে বাবাকে আলিঙ্গনও করে সে।
advertisement
advertisement
ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এক মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। নেটিজেনরা মেয়েটির প্রতিক্রিয়া দেখে অপার আনন্দ উপভোগ করেছেন। পরে কমেন্ট সেকশন তাঁদের ভালবাসাও জানিয়েছেন।
এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'কী মিষ্টি!' অন্য এক ব্যবহারকারী মেয়েটির বাবার উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনি সত্যি ভাগ্যবান যে এমন একটি ছোট্ট ফুটফুটে মেয়ে পেয়েছেন।’ অনেক দর্শকই লাভ রিয়্যাকশন দিয়ে নিজেদের ভালোবাসা জানিয়েছেন। বেশ কয়েক জন বয়োজ্যেষ্ঠ নেটাগরিকরাও এমন বাবাঅন্তপ্রাণ মেয়েকে আশীর্বাদ করেছেন। সব মিলিয়ে নেটাগরিকদেরও আনন্দে চোখে জল এনে দিয়েছে ভাইরাল হওয়া এই ভিডিও।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সুইগিতে বাবার নতুন চাকরির খবরে মেয়ের চোখে জল, ভাইরাল ভিডিওয় আপ্লুত নেটিজেনরা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement