পুলিশের ইউনিফর্মে ছিনতাই ! দুর্বৃত্তকে হাতেনাতে ধরতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Varanasi Latest News রাজবীর যাদব নামে অভিযুক্ত ওই ব্যক্তির জীবনযাপন ছিল রীতিমতো বিলাসবহুল। এই বিলাসবহুল জীবন কাটানোর জন্য একটি পয়সাও যদিও তিনি কোনও দিন খরচ করেননি। তিনি শুধু একটি নকল পুলিশের ইউনিফর্ম তৈরি করিয়েছিলেন।

পুলিশের ইউনিফর্মে ছিনতাই, দুর্বৃত্তকে হাতেনাতে ধরতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য
পুলিশের ইউনিফর্মে ছিনতাই, দুর্বৃত্তকে হাতেনাতে ধরতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য
বারাণসী: সাধারণ মানুষের ভরসার জায়গা পুলিশকর্মীরা। তাঁরা দায়িত্বে সদা সচেতন বলেই নাগরিকের জীবনও সুরক্ষিত। দুর্নীতি সব জায়গাতেই থাকে, ফলে, অসৎ পুলিশকর্মীরাও মাঝে মাঝে খবরের শিরোনামে নিজেদের জায়গা করে নেন। কিন্তু এবার যাঁকে নিয়ে চাঞ্চল্য, সেই ঘটনা কিছুটা আলাদা।
জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশের বারাণসী ক্যান্টনমেন্ট এলাকায় থাকা এক ব্যক্তিতে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, সংক্ষেপে জিআরপি। ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল অনেক দিন ধরেই। তদন্তে নেমে অবাক যান জিআরপি কর্মীরা।
advertisement
রাজবীর যাদব নামে অভিযুক্ত ওই ব্যক্তির জীবনযাপন ছিল রীতিমতো বিলাসবহুল। এই বিলাসবহুল জীবন কাটানোর জন্য একটি পয়সাও যদিও তিনি কোনও দিন খরচ করেননি। তিনি শুধু একটি নকল পুলিশের ইউনিফর্ম তৈরি করিয়েছিলেন।
advertisement
জেরায় রাজবীর বলেছেন যে প্রথম যখন ওই ইউনিফর্ম পরে এক চায়ের দোকানে যান, চা খাওয়ার পরে দোকানদার তার দাম নেননি। এতে তাঁর সাহস বাড়ে। পরের ধাপে তিনি এক রেস্তোরাঁয় যান, সেখানেও খেয়ে আসেন বিনামূল্যে। এর পরে তাঁর আত্মবিশ্বাস চরমে পৌঁছে যায়।
পুলিশকর্মীর প্রতি নাগরিকের শ্রদ্ধার সুযোগ তুলতে থাকেন রাজবীর। প্রতারণার কেন্দ্র হিসেবে তিনি বেছে নেন বারাণসী ক্যান্টনমেন্ট রেল স্টেশনকে। সেখানে পুলিশকর্মী সেজে নানা অভিযোগে যাত্রীদের হেনস্থা করে টাকা আদায় করা ছিল তাঁর নিত্য কাজ।
advertisement
যে দল রাজবীরকে হাতেনাতে ধরতে সমর্থ হয়েছে, তার তরফে জিআরপি অফিসার কুনওয়ার প্রতাপ সিং জানিয়েছেন, অভিযুক্ত গাজিয়াবাদের বাসিন্দা এবং চুরির অভিযোগে জেলও গিয়েছেন। জেল থেকে বেরিয়ে বেনারসে এসে পুলিশের ইউনিফর্মে চুরি ও জালিয়াতি শুরু করেন। ক্রমাগত অভিযোগ আসতে শুরু করে, তারপর শুরু হয় সিসিটিভি স্ক্যানিং। এরপর ফাঁস হয় ভুয়ো পুলিশের ব্যাপার।
advertisement
রাজবীরকে ধরতে দুটি টিম গঠন করা হয় যাতে সাধারণ পোশাক ও ইউনিফর্মে পুলিশ মোতায়েন করা হয়। গতকাল রাতে চুরি করতে গিয়ে ধরা পড়েন অভিযুক্ত। সিং বলেন, ভুয়ো কনস্টেবলের কাছ থেকে চুরি করা দামি ল্যাপটপ, আইপ্যাড, অ্যাপল মোবাইল এবং কিছু নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ এফআইআর নথিভুক্ত করে অভিযুক্তকে জেলে পাঠিয়েছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পুলিশের ইউনিফর্মে ছিনতাই ! দুর্বৃত্তকে হাতেনাতে ধরতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement