Relationship: ডিভোর্সের পরও প্রাক্তন স্বামীর স্ত্রী সন্তানদের সঙ্গে নিজের দ্বিতীয় পক্ষের স্বামীকে নিয়ে সুখেই আছেন এই তরুণী

Last Updated:

Relationship:বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর উপর মনের টান অনুভব করেন অ্যানা। বুঝতে পারেন তাঁর সন্তানরাও মিস করছে বাবাকে।

বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর উপর মনের টান অনুভব করেন অ্যানা
বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর উপর মনের টান অনুভব করেন অ্যানা
উটাহ : ৩৫ বছর বয়সি অ্যানা উস্টারহাউসের সঙ্গে তাঁর প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী অ্যানি সালাজারের বন্ধুত্ব ভেঙে দিয়েছে তথাকথিত পুরনো ধ্যানধারণা। তাঁরা একসঙ্গে সঞ্চালনা করেন পডকাস্ট ‘টু ফর সেভেন’। অ্যানা জানিয়েছেন প্রথমে তাঁরা একে অন্যকে পছন্দ করতে না। এমনকি, নিজের সন্তানদেরও অ্যানির কাছে রাখতে ভয় পেতেন অ্যানা।
অ্যানার সঙ্গে তাঁর স্বামী লুসিয়ানোর প্রথম আলাপ হয় ২০০১ সালের জুলাই মাসে। তখন অ্যানা ১৪ বছরের কিশোরী। জুলিয়ানোর বয়স ছিল ১৬ বছর। চার বছর প্রেমপর্বের পর তাঁরা বিয়ে করেন ২০০৫ সালে। তাঁদের চার জন সন্তান। দাম্পত্যের ৬ বছরে ডিভোর্স হয়ে যায় লুসিয়ানো এবং অ্যানার। দুজনেই খুঁজে পান মনের নতুন মানুষ। অ্যানা বিয়ে করেন ডিলান উস্টারহাউজকে। লুসিয়ানো লিভ ইন শুরু করেন সালাজারের সঙ্গে। ২০১১-র সেপ্টেম্বরে সালাজার অন্তঃসত্ত্বা হয়ে পড়লে লুসিয়ানো এবং তিনি বিয়ে করেন।
advertisement
আরও পড়ুন :  সময়ের গণ্ডি পেরিয়ে বিনোদিনী দাসীর চরিত্রকে জীবন্ত করে তুলেছে সুদীপ্তা চক্রবর্তীর সাবলীল অভিনয়
এদিকে বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর উপর মনের টান অনুভব করেন অ্যানা। বুঝতে পারেন তাঁর সন্তানরাও মিস করছে বাবাকে। তিনি ঠিক করেন তাঁর সন্তানদের এবং দ্বিতীয় পক্ষের স্বামীকে নিয়ে একসঙ্গে থাকবেন প্রাক্তনের পরিবারের সঙ্গে। ইচ্ছেপূরণের পথে বাধা আসেনি দ্বিতীয় পক্ষের স্বামী বা প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রীর তরফে।
advertisement
advertisement
আমেরিকার উটাহ প্রদেশে এখন একসঙ্গেই থাকেন দুই পরিবার। বর্তমান, প্রাক্তন মিলিয়ে দু পক্ষের সন্তান সংখ্যা ৭। প্রথম দিকে সঙ্কোচ অসুবিধে থাকলেও এখন তাঁরা একই পরিবারের অঙ্গ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Relationship: ডিভোর্সের পরও প্রাক্তন স্বামীর স্ত্রী সন্তানদের সঙ্গে নিজের দ্বিতীয় পক্ষের স্বামীকে নিয়ে সুখেই আছেন এই তরুণী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement