মাত্র ১ মিনিটে ৩১ টি টি-শার্ট ভাঁজ ! অবাক হলেন কি? তবে পুরোটা পড়ুন...

Last Updated:

এই মার্কিন ব্যক্তি ডেভিড রাশ মাত্র এক মিনিটে সবচেয়ে বেশি টি-শার্ট ভাঁজ করে বিশ্ব রেকর্ড গড়েছেন । david rush won guinness world record

বিশ্বে বহু মানুষ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার প্রকাশ ঘটিয়ে অসামান্য কিছু দক্ষতা দেখিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। এমন অনেক প্রতিভাবান ব্যক্তিত্ব বিশ্বের দরবারে নিজের জায়গা করে নিয়েছে। তাদেরই মধ্যে একজন ডেভিস রাশ যিনি নিজের ইনোভেটিভ শক্তিকে কাজে লাগিয়ে মাত্র ১ মিনিটে সবচেয়ে বেশি টি-শার্ট ভাঁজ করে বিশ্ব রেকর্ড গড়েছেন ।
ডেভিস রাশ খুবই প্রাণবোনতো একজন ব্যক্তিত্ব। তিনি ১ মিনিটে ৩১টি টি-শার্ট ভাঁজ করে আগেকার ২৩টি টি-শার্ট ভাঁজ করার পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগেও এমনটি অনেকবার ঘটেছে। তিনি STEM ( সায়েন্স ,টেকনোলজি ,ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স ) শিক্ষার প্রচারের জন্য এর আগেও বিশ্ব রেকর্ড ভাঙার জন্য জনপ্রিয়। তার কথায় এর আগেও তিনি ১ মিনিটে সবচেয়ে বেশি টি-শার্ট ঝুলিয়ে সেগুলো পড়েছিলেন।
advertisement
তার কথায় তিনি ১ মিনিটে এতগুলো টি-শার্ট ভাঁজ করার কথা আগেই ভেবেছিলেন এবং লক্ষ্যে পৌছাঁতে অনেক রকম এক্সপেরিমেন্ট করেছিলেন যাতে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কাজটি শেষ করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর বাসিন্দা আরও বলেন যে তিনি একটি কৌশল বের করেছিলেন এই খেতাব জিততে। প্রথমে তিনি একটি হাত ভাঁজ করে তারপরে দ্বিতীয় হাতটি ভাঁজ করেন এবং সবার শেষে শার্টের নিচের অংশ। এই সুন্দর কৌশলটি তাকে পুরনো বিশ্ব রেকর্ড ভাঙতে সাহায্য করেছিল।
advertisement
advertisement
শুনলে অবাক হবে এখনো অবধি ডেভিস ২৫০ টি বিশ্ব রেকর্ডের খেতাব জিতেছেন। তার কিছু বিবরণ নিচে দেওয়া হল -
২০২১ সালে ৫২টি বিশ্ব রেকর্ড খেতাব তিনি দাবি করেছিলেন, প্রতি ৫২ সপ্তাহে একটি করে।
তার মধ্যে কখনো তিনি ১১১ টি টি-শার্ট পরে হাফ ম্যারাথন দৌড়েছেন ,
কখনো আবার চিবুকে গিটার নিয়ে হেঁটেছেন ,
advertisement
দীর্ঘসময়ের জন্য বাতাসে বেলুন ধরে রেখেছেন ,
দীর্ঘ সময় ধরে মুখে ১৫০টি মোমবাতি ধরে রেখেছেন,
এছাড়াও তিনি ১৬ সেকেন্ডে একটি হ্যাঙ্গারে ৫ টি-শার্ট ঝুলিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।
সব জানার পর মনে হয় ডেভিড রাশ টি-শার্ট কে বিশ্ব রেকর্ডার খেতাব জেতার ক্ষেত্রে প্রপ হিসাবে কাজে লাগিয়েছেন।
তবে এত কম সময়ে এতগুলো বিশ্ব রেকর্ড জয় করা মুখের কথা না। এভাবেই হয়ত তিনি ভবিষ্যতে আরো এগিয়ে যাবেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাত্র ১ মিনিটে ৩১ টি টি-শার্ট ভাঁজ ! অবাক হলেন কি? তবে পুরোটা পড়ুন...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement