তুলসি পাতা তোলার আছে নিজস্ব নিয়ম, জানেন কি? না মানলে অর্থাভাব কখনও পিছু ছাড়বে না
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তুলসি গাছের পুজোর যেমন কিছু নিয়ম আছে, ঠিক তেমনই তুলসি পাতা ছেঁড়ারও কিছু নিয়ম আছে।
কলকাতা: আমাদের দেশে এমন অনেক গাছপালা রয়েছে, যেগুলিকে হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তার মধ্যে একটি হল তুলসি (Tulsi) গাছ। বাড়ির আঙিনায় তুলসি গাছ লাগানোর ঐতিহ্য বহু শতাব্দীর পুরনো। তা ছাড়া তুলসি পাতা ছাড়া পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে তুলসি গাছে দেবী লক্ষ্মী বাস করেন। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসি গাছ লাগানো এবং তার নিয়মিত পুজো করা হলে সেই বাড়িতে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
তুলসি গাছের পুজোর যেমন কিছু নিয়ম আছে, ঠিক তেমনই তুলসি পাতা ছেঁড়ারও কিছু নিয়ম আছে। এই বিষয়ে জানতে আমাদের সাহায্য করেছেন ভোপালের জ্যোতিষী ও পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
advertisement
তুলসি পাতা তোলার নিয়ম-
advertisement
যেহেতু মা লক্ষ্মী তুলসি গাছে বাস করেন বলে বিশ্বাস করা হয়, তাই হাত গুটিয়ে তুলসি পাতা ছেঁড়ার আগে সর্বদা তাঁর কাছ থেকে অনুমতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। না হলে সংসারে অর্থাভাব দেখা দেয়।
ছুরি বা ধারালো কিছু দিয়ে তুলসি পাতা ছেঁড়া উচিত নয়।
প্রয়োজনীয় কারণ ছাড়াও তুলসি পাতা ছেঁড়া উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই রকম করলে সংসারে দুর্ভাগ্য আসে।
advertisement
স্নান না করে তুলসি গাছ বা পাতা স্পর্শ করা বা ছেঁড়া উচিত নয়।
পুজো ছাড়া শুধুমাত্র স্বাস্থ্যগত কারণে তুলসি পাতা ছেঁড়া যায়। এ ছাড়া সন্ধ্যায় তুলসি পাতা ছেঁড়া উচিত না।
চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় এবং রবিবার একাদশীর রাতে তুলসি পাতা ছেঁড়া উচিত নয়।
কোনও বাড়িতে কোনও ব্যক্তির মৃত্যু হলে সেই দিন থেকে আগামী ১৩ দিন পর্যন্ত তুলসী পাতা ছেঁড়া উচিত নয়।
advertisement
রবিবারে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। প্রতিদিন সন্ধ্যায় তুলসি গাছের কাছে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়।
তুলসি গাছ ঘরের এমন জায়গায় রাখতে হবে, যেখানে গাছ খোলা বাতাস ও সূর্যের আলো পায়। তুলসির শুকনো পাতা ফেলে দেওয়ার পরিবর্তে তুলসি গাছের গোড়ায় তা রাখা উচিত।
advertisement
শুকনো তুলসি গাছ কখনই ঘরে রাখা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে কোনও শুকনো তুলসি গাছ রাখলে তা বাড়ির সদস্যদের জন্য দুর্ভাগ্যের পরিস্থিতি তৈরি করতে পারে।
তুলসি গাছ সবসময় কোনও পাত্রে লাগানো উচিত এবং তার চারপাশের জায়গা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।
view commentsLocation :
First Published :
September 02, 2022 7:48 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
তুলসি পাতা তোলার আছে নিজস্ব নিয়ম, জানেন কি? না মানলে অর্থাভাব কখনও পিছু ছাড়বে না