Trending Viral News: পোষ্য কুকুরকে জোর করে বিয়ার খাইয়ে জনপ্রিয় হওয়ার 'অসভ্যতা'! মেয়েটিকে খুঁজছে পুলিশ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Trending Viral News: সম্প্রতি, নেটদুনিয়া একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে একটি মহিলা তাঁর পোষ্যকে বিয়ার পান করতে বাধ্য করছে। ইনস্টাগ্রামে ভিডিও-টিতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটির আচরণের সমালোচনা করছে নেটব্যবহারকারীরা।
দেরাদুনঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে, আমরা সারাদিন প্রচুর ভিডিও দেখি। সম্প্রতি, নেটদুনিয়া একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে একটি মহিলা তাঁর পোষ্যকে বিয়ার পান করতে বাধ্য করছে। ইনস্টাগ্রামে ভিডিও-টিতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটির আচরণের সমালোচনা করছে নেটব্যবহারকারীরা।
ভিডিও-টি পুলিশের নজরে আসতেই পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, ওই তরুণী দেরাদুনের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করার জন্য মহিলা তাঁর পোষা কুকুরটিকে কোলে নিয়ে জোর করে বিয়ার খাওয়াচ্ছে। এরপরই মহিলাটির বিরুদ্ধে দালানওয়ালা থানায় মামলা দায়ের করে পুলিশ।
advertisement
advertisement
A video showing a girl forcing a pet dog to allegedly guzzle beer has sparked outrage among animal lovers. In the 15-second-long video of the incident, the three-month-old pitbull can be seen uncomfortable and resisting the girl’s attempt to put a beer bottle directly into it’s… pic.twitter.com/rM40mOVUWZ
— जनरल नरभक्षी 🏹 (@GDnarbhakshi) September 7, 2023
advertisement
এই প্রসঙ্গে দেরাদুনের এসএসপি দিলীপ সিং কুনওয়ার বলেছেন যে ভিডিওটি দেখার পরে, তিনি এসএইচও দালানওয়ালাকে অবিলম্বে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এই ধরনের একটি ভিডিও তৈরি করা এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সমাজকে একটি ভুল বার্তা দিচ্ছে।’ তিনি জনগণকে এ ধরনের ভিডিও না তৈরি করার এবং কোনও ধরনের পশু নিষ্ঠুরতা না করার জন্য আবেদন করেন।
advertisement
এই ঘটনায় মামলা দায়েরর পর ওই মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’ পুলিশ দাবি করেছে ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখা গেলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। Disclaimer: নিউজ ১৮ বাংলা কোনওরকম পশুর উপর অত্যাচার সমর্থন করে না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 12:26 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Trending Viral News: পোষ্য কুকুরকে জোর করে বিয়ার খাইয়ে জনপ্রিয় হওয়ার 'অসভ্যতা'! মেয়েটিকে খুঁজছে পুলিশ