কেনার আগে খেয়াল রাখুন টুথপেস্ট ঠিক কীরকম, টিউবের শেষে থাকে একটা দাগ, প্রত্যেকটা রঙের রয়েছে আলাদা মানে

Last Updated:

আমরা যে ব্র্যান্ডেরই পেস্ট ব্যবহার করি না কেন টুথপেস্টের টিউবের পিছনে কিছু নির্দিষ্ট রঙের দাগ দেওয়া থাকে। কিন্তু আমরা কখনও টুথপেস্ট টিউবের পিছনের রঙের কারণ পরীক্ষা করে হয়তো দেখিনি।

কলকাতা: আমরা প্রতিদিনের ব্যবহার্য এমন অনেক জিনিস দেখি যার নেপথ্যের তথ্য সম্পর্কে খুব কম জানি। তবে কখনও কখনও সেই সব তথ্য যেমন বেশ মজার হয়, তেমন তা গুরুত্বপূর্ণও বটে। আমরা সকলেই দাঁত ব্রাশ করি। আমরা যে ব্র্যান্ডেরই পেস্ট ব্যবহার করি না কেন টুথপেস্টের টিউবের পিছনে কিছু নির্দিষ্ট রঙের দাগ দেওয়া থাকে। কিন্তু আমরা কখনও টুথপেস্ট টিউবের পিছনের রঙের কারণ পরীক্ষা করে হয়তো দেখিনি।
আমাদের টুথপেস্টের টিউবের পিছনে কিছু বিশেষ রঙ দেওয়া থাকে। খুব কম মানুষই ওই রঙ দেখে পরীক্ষা করে জিনিস কেনেন। এবারে আসা যাক এই রঙগুলোর কী কী অর্থ রয়েছে সেই বিষয়ে। প্রতিটি টিউবের পিছনে একটি বিশেষ রঙের দাগ রয়েছে। অনেকেই এই রঙগুলো দেখেন, কিন্তু জানেন না এগুলোর মানে কী। আজ আমরা প্রতিটি রঙের পিছনে বিশেষ কী অর্থ রয়েছে তা বলব। এর অর্থ জানলে, পরের বার পেস্ট কেনার আগে অবশ্যই এর রঙটি পরীক্ষা করে দেখা যেতে পারে।
advertisement
advertisement
টুথপেস্ট টিউবের পিছনে থাকা এই চিহ্নগুলির নিজস্ব অর্থ রয়েছে। যদি ভাল ভাবে লক্ষ্য করা যায় তবে দেখা যাবে যে, এটিতে কালো, সবুজ, লাল এবং নীল চিহ্ন রয়েছে। এর অনেক অর্থ রয়েছে। পেস্ট কেনার আগে রঙ চেক না করলে আমাদের দাঁত মজবুত হওয়ার পরিবর্তে নষ্ট হয়ে যেতে পারে। যদি টুথপেস্ট কেনার সময় তাতে কালো রঙ থাকে, তার মানে এই পেস্টটি অনেক ধরনের রাসায়নিক দিয়ে তৈরি। এই ধরনের টুথপেস্ট না কেনাই ভাল।
advertisement
এছাড়াও, যদি আমাদের টুথপেস্টে লাল দাগ থাকে তবে এর অর্থ এই পেস্টটি মিশ্রিত। অর্থাৎ এতে প্রাকৃতিক জিনিস যেমন রয়েছে, তেমনই এর সঙ্গে অনেক ধরনের রাসায়নিক পদার্থও রয়েছে। নীল রঙ মানে এই টুথপেস্টে নানা ঔষধি গুণের পাশাপাশি প্রাকৃতিক উপাদানও রয়েছে। যদি সবচেয়ে নিরাপদ টুথপেস্ট কিনতে হয় তাহলে সবুজ চিহ্ন দেওয়া টিউব কেনা উচিত। এর মানে হল আমাদের টুথপেস্ট সবচেয়ে নিরাপদ, এটি তৈরিতে শুধুমাত্র প্রাকৃতিক জিনিসই ব্যবহার করা হয়েছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কেনার আগে খেয়াল রাখুন টুথপেস্ট ঠিক কীরকম, টিউবের শেষে থাকে একটা দাগ, প্রত্যেকটা রঙের রয়েছে আলাদা মানে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement