ছোট্ট মেয়ে লেনির ব্যালে পারফরমেন্স মন জয় করে নিল সবার ,দেখুন ভিডিওটি

Last Updated:

ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট মেয়ে লেনির তার আন্টিকে নকল করে ব্যালে পারফরমেন্স দিচ্ছিল। হাস্যকর এই ভিডিওটি আপনার দিনটিকে সুন্দর করে তুলবে। leni imitating aunt

ছোট্ট মেয়ে লেনির মিষ্টি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সবার মন জয় করেছে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে প্রায় ৫ মিলিয়ন ভিউ অর্জন করেছে। আপনি কি সারাদিনের ব্যস্ততা আর কাজের ফাঁকে হাস্তে ভুলে গেছেন ? তবে অবশ্যই এই ভিডিওটি একঝলক দেখুন। হাসি আটকাতে পারবেন না।
এখানে ছোট্ট মেয়েটি তার আন্টির ব্যালে ডান্সের পদক্ষেপগুলোকে নকল করার পুরো চেষ্টা করছে। তার ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে সম্পূর্ণভাবে প্রত্যেকটি স্টেপ ফুটিয়ে তুলতে না পারলেও তার অসম্ভব চেষ্টা আপনার মনকে জয় করবেই সে ব্যাপারে কোন সন্দেহ নেই।
শিশুরা প্রায়ই বড়দের নকল করতে ভালোবাসে। তাদের মতো চলতে, হাঁটতে , নাচতে এবং কথা বলতে চেষ্টা করে। লেনির এমনি একটি প্রচেষ্টাকে তার মা রেগি অ্যান ক্যামেরায় বন্দি করে রেখেছিলেন। ভিডিওটি তার মা ইনস্টাগ্রামে শেয়ার করেন।
advertisement
advertisement
ভিডিওতে দেখা যায় শিশুটির অন্টি লরা কার্টহুইল করছিলেন , তখন তিনি তার ছোট্ট লেনির দিকে তাকাতে সেও আন্টি লরাকে অনুকরণ করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিল। সবশেষে নিজের জন্য হাততালিও দেয় ছোটটি লেনি। মুহূর্তেই তার আন্টি গোল হয়ে এক রাউন্ড ঘুরলে সেও তার ছোট ছোট পায়ে সেটা অনুকরণ করার চেষ্টা করে।
advertisement
ভিডিওটি এখানে দেখুন:
View this post on Instagram

A post shared by Reggie Ann (@reggieann_)

advertisement
লেনির মিষ্টি চেহারা , তার সরল হাসি এবং প্রচেষ্টা এক নিমেষে সবার মন জয় করে নিয়েছে। তার মা রেগি অ্যান ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন "লরা তার আইডল।"
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ছোট্ট মেয়ে লেনির ব্যালে পারফরমেন্স মন জয় করে নিল সবার ,দেখুন ভিডিওটি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement