বিমানে প্রতিটি যাত্রীকে অভিবাদন জানতে ব্যস্ত ছোট্ট শিশুটির ভিডিও ভাইরাল
- Published by:Brototi Nandy
Last Updated:
ভিডিওতে দেখা গেছে ছোট্ট সুন্দর একটি ছেলে বিমানে প্রত্যেকটি যাত্রীকে হাত মিলিয়ে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছে ,বিনিময়ে সবাই হাসিমুখে শিশুটির দিকে শুভেচ্ছার হাত এগিয়ে দিচ্ছে। toddle greets everyone in the flight
ইন্টারনেটে এমন ঘটনা বিরল নয় যেখানে ছোট্ট শিশুদের মিষ্টি ভিডিও আমাদের মন জয় করেছে। আমরা প্রায় সবাই শিশুদের ভালোবাসি , তাদের সুন্দর আকর্ষণীয় ভিডিও ক্লিপ্সগুলি ইন্টারনেটের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যায়। যে কোন মানুষের ব্যস্ততাময় দিনকে সুন্দর করে তোলার জন্য এই ধরণের ভিডিও অনেকটা গুরুত্ব রাখে।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ছোট্ট বাচ্চাটি বিমান ছাড়ার আগে সেখানে নিজেদের সিটে বসে থাকা সমস্ত যাত্রীদের হাথে হাত মিলিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। এমন মিষ্টি অভিবাদন পেয়ে সব যাত্রীরা খুবই আপ্লুত। তারাও এতো সুন্দর শুভেচ্ছার বদলে এক মুখ হাসি হেসে শিশুটিকে আদুরে অভিবাদন দিচ্ছে। এতে শিশুটির মুখ খুশিতে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ফ্লাইটের ভিতরে করিডোরে তাকে ছোট ছোট পায়ে ধীর গতিতে হাঁটতে দেখা যায়। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
What a friendly soul 💕 pic.twitter.com/rVmhHVSSK0
— Morissa Schwartz 📚 (Dr. Rissy) (@MorissaSchwartz) January 11, 2023
advertisement
শিশুটির মিষ্টি হাসি এবং তার অভিবাদন দেওয়ার ভঙ্গিমা প্রতিটি যাত্রী এমনকি সোশ্যাল মিডিয়াতে সবার মনকে জয় করে নিয়েছে। ক্লিপটি টুইটারে মোরিসা শোয়ার্টজ ক্যাপশন সহ শেয়ার করেছেন, "কী বন্ধুত্বপূর্ণ হৃদয়। " শেয়ার করার পর দেখা যায় ভিডিওটি ৩ মিলিয়নেরও বেশি ভিউ এবং ৫৩,০০০ হাজার লাইক অর্জন করেছে।
advertisement
নেটিজেনদের প্রতিক্রিয়া :
একজন ইউসার লিখেছেন ,"এই ছোট্ট দেবদূতের একটা মিষ্টি, আন্তরিক প্রচেষ্টা সবার মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। আমরা সবাই এখন থেকে কিছু শিখতে পারি। "
অন্য একজনের কথায় ,"আঃ কত আদুরে"
"এটি খুবই খুশি এবং আনন্দের একটি মুহূর্ত যা বিশ্বাস,একে অপরকে বোঝার ক্ষমতা এবং সম্মান গড়ে তুলতে সাহায্য করতে পারে এবং মানুষের মধ্যে সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে। যারা এই মুহূর্তটির সঙ্গে যুক্ত তাদের মধ্যে শান্তি এবং তৃপ্তির অনুভূতি প্রদান করে। "একজন ইউসার এটি লিখে নিজের মনের ভাব প্রকাশ করেছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 12:04 PM IST