গার্লফ্রেন্ডের বাবা-মাকে খুশি করতে ওজন কমানোর সার্জারি! কয়েক দিনের মধ্যেই শেষ চিনের যুবক

Last Updated:

লি জিয়াং গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করিয়ে কয়েক দিনের মধ্যে মারা যান। মৃত্যুর কারণ শ্বাসযন্ত্রের ব্যর্থতা। বিশদে জানুন।

News18
News18
গার্লফ্রেন্ডের বাবা-মায়ের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে চেয়েছিলেন। তাই করালেন ওজন কমানোর সার্জারি। কিন্তু শেষ রক্ষা হল না। ৩৬ বছর বয়সি চিনা যুবক অপারেশনের কয়েক দিনের মধ্যেই প্রয়াত হয়েছেন। হেনান প্রদেশের শিনশিয়াং শহরের বাসিন্দা লি জিয়াংয়ের ওজন ছিল প্রায় ১৩৪ কেজি। বিয়ের আলোচনার প্রস্তুতি হিসেবে তিনি গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নেন।
লি বহুদিন ধরেই স্থূলতায় ভুগছিলেন। উচ্চতা ছিল ১৭৪ সেমি, আর ওজন ১৩০ কেজিরও বেশি। খাবারের প্রতি নিয়ন্ত্রণ রাখতে না পারার সমস্যাও ছিল—এমনটাই জানিয়েছে South China Morning Post (SCMP)
লি–র বড় ভাই বলেন, তিনি একটি সিরিয়াস সম্পর্কে ছিলেন এবং গার্লফ্রেন্ডের বাবা-মায়ের সঙ্গে দেখা করার আগে নিজের ওজন কমিয়ে ভালো ইমপ্রেশন তৈরি করতে চেয়েছিলেন।
advertisement
advertisement
তিনি বলেন, “সবকিছু ঠিকঠাক চলছিল। তাই দেখা করার আগে ওজন কমাতে চেয়েছিল। বিয়ের প্রস্তুতি হিসেবেই সার্জারিটা করেছিল।”
advertisement
সার্জারি ও প্রাথমিক অবস্থা
৩০ সেপ্টেম্বর লি–কে ঝেংঝো শহরের নাইথ পিপলস হসপিটালে ভর্তি করা হয়। ২ অক্টোবর গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়, এবং প্রথমে ডাক্তাররা এটিকে সফল বলে জানান। অপারেশনের পর তাঁকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়। কিছু উন্নতি দেখা দিলে তাঁকে সাধারণ ওয়ার্ডে সরানো হয়।
advertisement

অপারেশনের পর জটিলতা

৪ অক্টোবর ভোরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
সকাল ৬টা ৪০ মিনিটে হাসপাতালে কর্মীরা তাঁকে অচেতন ও নিঃশ্বাসহীন অবস্থায় পান। দ্রুত পুনরায় আইসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা করা হলেও, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
৫ অক্টোবর তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে শ্বাসযন্ত্রের ব্যর্থতা উল্লেখ করা হয়েছে।
advertisement
লি–র চিকিৎসা নথিতে দেখা যায়, সার্জারির আগেই তাঁর একাধিক ঝুঁকিপূর্ণ শারীরিক সমস্যা ছিল—ওজন বৃদ্ধি, অতিরিক্ত নাক ডাকা, মেটাবলিক সিন্ড্রোম, উচ্চ রক্তচাপ এবং ফ্যাটি লিভার। এই সব মিলিয়ে তিনি উচ্চ ঝুঁকির রোগী ছিলেন। পরিবারের অভিযোগ—হাসপাতাল কি তাঁকে যথেষ্টভাবে পরীক্ষা করে অনুমতি দিয়েছিল? এবং অবস্থার অবনতি হওয়ার পর চিকিৎসা কি দ্রুত ও যথাযথভাবে শুরু হয়েছিল?
advertisement

হাসপাতালের বক্তব্য ও ময়নাতদন্ত

হাসপাতাল Jimu News–কে জানায়, লি সার্জারির সব ক্লিনিক্যাল শর্ত পূরণ করেছিলেন এবং তাঁর অবস্থার অবনতি হওয়ার পরই স্টাফরা দ্রুত ব্যবস্থা নেয়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য পরিবার ও হাসপাতাল উভয়ে স্থানীয় স্বাস্থ্য কমিশনের কাছে ময়নাতদন্তের অনুরোধ করে। ১০ অক্টোবর ময়নাতদন্ত করা হয়।
হাসপাতালের বক্তব্য—“চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টই মৃত্যুর কারণ নির্ধারণের সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি হবে। যদি কোনও ভুল বা অবহেলা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী হাসপাতাল দায়িত্ব নেবে।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গার্লফ্রেন্ডের বাবা-মাকে খুশি করতে ওজন কমানোর সার্জারি! কয়েক দিনের মধ্যেই শেষ চিনের যুবক
Next Article
advertisement
Bihar Assembly Election Results Update: ২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
  • রাঘোপুরে হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে তেজস্বী যাদব৷

  • আরজেডি-র গড় রাঘোপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সতীশ কুমার৷

  • ২০১০ সালে রাঘোপুরেই রাবড়ি দেবীকে হারিয়েছিলেন সতীশ৷

VIEW MORE
advertisement
advertisement