থমকে গেল NASA-র মঙ্গলগ্রহের মিশন! বিলম্বিত সৌরঝড়ের কারণে... ২০২৫ সালের জন্য বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী ফের চর্চায়!
- Published by:Tias Banerjee
Last Updated:
Baba Vanga’s predictions for 2025 অন্ধ বুলগেরীয় মিস্টিক বাবা ভাঙ্গা দীর্ঘদিন ধরেই আলোচনায়—অনেকে দাবি করেন তিনি ৯/১১ হামলা, ব্রেক্সিট থেকে শুরু করে প্রিন্সেস ডায়ানার মৃত্যু পর্যন্ত নানা বড় ঘটনা আগে থেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। এবার তাঁর নামে প্রচলিত ২০২৫ সালের এক ভবিষ্যদ্বাণী নতুন করে চর্চায় এসেছে, যেখানে এক অস্বাভাবিক ও বিপজ্জনক ঝড়ের কথা বলা হয়েছে।
advertisement
অন্ধ বুলগেরীয় মিস্টিক বাবা ভাঙ্গা দীর্ঘদিন ধরেই আলোচনায়—অনেকে দাবি করেন তিনি ৯/১১ হামলা, ব্রেক্সিট থেকে শুরু করে প্রিন্সেস ডায়ানার মৃত্যু পর্যন্ত নানা বড় ঘটনা আগে থেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। এবার তাঁর নামে প্রচলিত ২০২৫ সালের এক ভবিষ্যদ্বাণী নতুন করে চর্চায় এসেছে, যেখানে এক অস্বাভাবিক ও বিপজ্জনক ঝড়ের কথা বলা হয়েছে। (Representative Image: AI)
advertisement
advertisement
বাবা ভাঙ্গার সেই ভবিষ্যদ্বাণী কি সত্যি হচ্ছে? নাসা জানিয়েছে, অস্বাভাবিক সৌর অবস্থা তাদের মহাকাশযানের সংবেদনশীল যন্ত্রপাতির জন্য ঝুঁকি তৈরি করছে। বাবা ভাঙ্গা সরাসরি মহাকাশ বা সৌরঝড় নিয়ে কিছু বলেননি, তবে তাঁর ‘অরাজকতার সতর্কতা’ এখন অনেকেই চলতি সৌরঝড়ের সঙ্গে মিলিয়ে দেখছেন। (Representative Image: AI)
advertisement
ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে (BGS) ঘোষণা করেছে যে তারা স্পেস ওয়েদার সতর্কতাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে। ঝড়ের তীব্রতার কারণে ব্রিটেনে বিরল উজ্জ্বল অরোরা দেখা গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্বিতীয় পর্যায়ের ঝড়টি গত দুই দশকের সবচেয়ে বড় সৌরঝড় হয়ে উঠতে পারে। NOAA স্কেলে এটি G5 স্তরে পৌঁছাতে পারে বলেও ধারণা। (Representative Image: AI)
advertisement
ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে (BGS) ঘোষণা করেছে যে তারা স্পেস ওয়েদার সতর্কতাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে। ঝড়ের তীব্রতার কারণে ব্রিটেনে বিরল উজ্জ্বল অরোরা দেখা গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্বিতীয় পর্যায়ের ঝড়টি গত দুই দশকের সবচেয়ে বড় সৌরঝড় হয়ে উঠতে পারে। NOAA স্কেলে এটি G5 স্তরে পৌঁছাতে পারে বলেও ধারণা। (Representative Image: AI)
advertisement
প্রথম ঝড়টি—যাকে বলা হচ্ছে “ক্যানিবাল স্টর্ম”—ইতিমধ্যেই রেডিও সিগনাল বিঘ্নিত করেছে, GPS–এর নির্ভুলতা কমিয়ে দিয়েছে এবং ২০১২ সাল থেকে BGS যে গ্রাউন্ড–লেভেল ইলেকট্রিক ফিল্ড মাপে, তার মধ্যেও সবচেয়ে শক্তিশালী মান রেকর্ড হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, পরবর্তী ঝড়টি যোগাযোগ নেটওয়ার্ক, GPS পরিষেবা এবং কক্ষপথে থাকা স্যাটেলাইট—সবকিছুর ওপর বড় প্রভাব ফেলতে পারে। (Representative Image: AI)
advertisement
সিএনএনকে এক বিশেষজ্ঞ জানান, “দুটি করোনাল মাস ইজেকশন কয়েক ঘণ্টার ব্যবধানে সূর্য থেকে ছুটে আসে। প্রথমটি ধীরে ছিল, দ্বিতীয়টি দ্রুত—ফলে দ্বিতীয়টি প্রথমটিকে ধরে ফেলে এবং পৃথিবীতে পৌঁছনোর আগেই তারা এক হয়ে যায়। তাই নাম ‘ক্যানিবাল স্টর্ম’—দ্বিতীয়টি প্রথমটিকে গিলে ফেলেছে।” (Representative Image: AI)
advertisement
advertisement
তবে ২০২৫ সাল নিয়ে তাঁর নামে প্রচলিত যে ভবিষ্যদ্বাণী রয়েছে, তাতে বলা হয় ইউরোপে বড় ধরনের সংঘাত শুরু হবে, ব্যাপক ধ্বংস এবং জনসংখ্যা হ্রাস ঘটবে। একই সঙ্গে তিনি নাকি বলেছিলেন, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়ার প্রভাব আরও বেড়ে যাবে এবং বিশ্ব রাজনীতিতে বড় ভূমিকা নেবে। (Representative Image: AI)
