এমন হলেই জানবেন হাতে প্রচুর টাকা আসবেই, রুখতে পারবে না কেউই
Last Updated:
খারাপ সময়ের শেষ হয়ে একবার না একবার ভাল সময় আসে সবারই
#কলকাতা: জ্যোতিষীরা নাকি হাত, জন্ম তারিখ বা গ্রহ নক্ষত্র দেখে না কি বলে দিতে পারে মানুষের ভাগ্য ৷ আপনার জীবনে কী ঘটতে চলেছে বা আপনার জীবনের সমস্যা দূর করার সহজ উপায়ও নাকি তারা বলে দিতে পারেন ৷ অনেকে এতে বিশ্বাস করেন আবার অনেকের কাছে এই সব কুসংস্কার ছাড়া আর কিছুই নয় ৷
সমাজে এরকম অনেক কুসস্কার প্রচলিত রয়েছে ৷ এরকমই কিছু কুসস্কার রয়েছে যা থেকে নাকি বোঝা যায় আপনার হাতে টাকা আসতে চলেছে ৷ বিশ্বাস না করলেও একবার ভেবে দেখুন আপনার সঙ্গে কখনও কী এগুলি মিলিছে কি না ৷
advertisement
১. বলা হয় যে স্বপ্নে যদি সাদা বা সোনালি সাপ দেখেন তাহলে তার অর্থ লাভ হতে চলেছে ৷
advertisement
২. ঘুম থেকে উঠেই যদি নারকেল কিংবা সাদা রাজহাঁস দেখেন তাহলেও হাতে আসতে পারে টাকা ৷
৩. বেড়াতে যাওয়ার সময় যদি গাড়ির ডানদিকে সাপ দেখলে ভয় পাবেন না ৷ কারণ শীঘ্রই হাতে আসতে চলেছে টাকা ৷ শুধু সাপ নয় অন্য কোনও প্রাণী দেখলেও অর্থ লাভ হতে পারে ৷
৪. স্বপ্নে যদি সবুজ মাঠ এবং জলাশয় দেখা মানে এটা ধনী হওয়ার লক্ষণ ৷
Location :
First Published :
September 29, 2018 6:05 PM IST