প্রাসাদের মতো অট্টালিকা থেকে শুরু করে ৫০০ একর জমি সবই ছিল, কিন্তু তারপর হঠাৎ কী ঘটল এই অভিনেতার সঙ্গে?

Last Updated:

কমেডি অভিনেতা হিসেবেই পরিচিত সত্যান। কিন্তু তামিল সিনে জগতে প্রথমে তিনি নায়ক হিসেবেই ডেবিউ করেছিলেন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ইলাইয়ারাজা পরিচালিত ‘ইলাইয়াভান’ ছবিতে প্রথমবার মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতাকে।

হঠাৎ কী ঘটল এই অভিনেতার?
হঠাৎ কী ঘটল এই অভিনেতার?
চেন্নাই: কখন কার সঙ্গে কী ঘটে যায়, কেউ বলতে পারে না ৷ এই জনপ্রিয় কমেডিয়ানের জীবনটাও অনেকটাই তামিল সিনে জগতে কমেডি তারকার কোনও অভাব নেই। কিন্তু তামিল অভিনেতা সত্যান নিজের মজাদার অভিনয় এবং অবিস্মরণীয় ওয়ান-লাইনারের জোরে দর্শকদের মনে এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছিলেন। তাঁর একটা সংলাপই যেন দর্শকদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। বিজয়ের ‘ননবন’ ছবিতে সাইলেন্সার চরিত্রে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন তিনি। শুধু তা-ই নয়, তামিল কমেডি ছবির দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতেও সক্ষম হয়েছেন।
কমেডি অভিনেতা হিসেবেই পরিচিত সত্যান। কিন্তু তামিল সিনে জগতে প্রথমে তিনি নায়ক হিসেবেই ডেবিউ করেছিলেন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ইলাইয়ারাজা পরিচালিত ‘ইলাইয়াভান’ ছবিতে প্রথমবার মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতাকে। ‘কন্না উন্নাই থেড়ুকিরেন’ ছবিতেও নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও এই দু’টি ছবি প্রতীক্ষিত সাফল্য পায়নি। এরপর থেকেই ধীরে ধীরে পার্শ্বচরিত্র করতে শুরু করেন সত্যান।
advertisement
advertisement
এরপর সেখান থেকে কমেডির দিকে ঝুঁকেছিলেন সত্যান। হামেশাই তাঁকে নায়কদের বন্ধুর চরিত্র করতে দেখা যেত। ৭০টি ছবিতে অভিনয় করা সত্ত্বেও ‘ননবন’, ‘থুপ্পাক্কি’ এবং ‘নবীনা সরস্বতী সবাথম’-এর মতো ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন তিনি। বিজয়ের ‘ননবন’ এবং ‘থুপ্পাক্কি’ তো দর্শকদের মনে বিশেষ স্থান লাভ করেছিলেন। আর আজ তামিল ছবির দুনিয়ার প্রথম সারির কমেডিয়ান হয়ে উঠেছেন তিনি।
advertisement
সত্যানের বাবা অনেক জমির মালিক। কোয়েম্বাত্তূর জেলার নামকরা শহরতলি হল মাধমপাত্তি। এখানকার রন্ধনশৈলী বিখ্যাত। সেখানকার মাধমপাত্তি শিবকুমারের কোটি কোটি টাকার সম্পত্তি। আর তাঁর একমাত্র পুত্র হলেন সত্যান। মাধমপাত্তিতে তাঁদের বাংলো পাঁচ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। একসময় তাঁদের কয়েকশো একর জুড়ে বন এবং সম্পত্তি ছিল।
advertisement
মাধমপাত্তি পরিবার এক সময় তাঁদের সম্পত্তির জন্য পরিচিত ছিল। তবে তাঁদের সব সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছে। যদিও মাধমপাত্তি শিবকুমার ছিলেন সিনেমার পৃষ্ঠপোষক। মার্কন্ডেয়ন শিবকুমার এবং সত্যারাজের মতো বিখ্যাত তামিল অভিনেতাদের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল। সত্যারাজ যখন ছবির দুনিয়ায় পা রাখেন, তখন পরিবারের থেকে জুটেছিল তীব্র বিরোধিতা। সেই সময় শুধুমাত্র পাশে ছিলেন মাধমপাত্তি শিবকুমার। এমনকী, সত্যারাজকে প্রথম দিকে আর্থিক সাহায্যও করেছিলেন তিনি।
advertisement
পরে মাধমপাত্তি শিবকুমার ছবির প্রযোজনার উদ্যোগ নেন। যার জেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। ধীরে ধীরে তাঁদের নিজেদের সম্পত্তি বিক্রি করতে শুরু করেন তাঁরা। এক সময় এসে মাধমপাত্তি শিবকুমার নিজের পুত্র সত্যানকে সিনেমায় নামানোর সিদ্ধান্ত নেন। ‘ইলাইয়াভান’ ছবি প্রযোজনা করেন। যদিও এই ছবিটি প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। ফলে চরম আর্থিক ক্ষতি হয় এবং নিজেদের সম্পত্তি বিক্রি করে দিতে বাধ্য হন।
advertisement
মাধমপাত্তি শিবকুমারের মৃত্যুর পরে অভিনেতা সত্যান কয়েক বছর আগে নিজেদের মাধমপাত্তির বাংলোটি বিক্রি করে দিতে বাধ্য হন। এরপর চেন্নাইয়ে শিফট করে যান। এক সময় মাধমপাত্তি শহরের স্থানীয়রা সত্যানকে ভালবেসে ‘কুট্টি রাজা’ বলে ডাকতেন। কিন্তু সত্যানকে নিজের সমস্ত পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছিল। ফলে এখন আর নিজের শহরে সেভাবে যান না তিনি।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
প্রাসাদের মতো অট্টালিকা থেকে শুরু করে ৫০০ একর জমি সবই ছিল, কিন্তু তারপর হঠাৎ কী ঘটল এই অভিনেতার সঙ্গে?
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement