তাপমাত্রা ৭০ ডিগ্রি! ১০ মিনিটে মানুষ অসুস্থ, ১ ঘণ্টায় মৃত্যু! পৃথিবীর সবচেয়ে গরম জায়গা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Hottest Place of the World: কলকাতার তাপমাত্রা এবার ৪৩ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছুঁয়েছে। ফলে হাঁসফাস অবস্থা হয়েছে বহু মানুষের। আফ্রিকার মালিতে প্রবল গরমের কথা এখন অনেকের জানা। সেখানে ৪৬-৪৮ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে।
কলকাতা: কলকাতা-সহ সারা বাংলা এবার তীব্র গরমের সাক্ষী থেকেছে। টানা তাপপ্রবাহে বহু মানুষ অসুস্থ হয়েছেন। রাস্তায় বেরিয়ে শরীর খারাপ হয়েছে অনেকের। তবে আপাতত গরম থেকে কিছুটা স্বস্তি। কারণ, কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার তাপমাত্রা এবার ৪৩ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছুঁয়েছে। ফলে হাঁসফাস অবস্থা হয়েছে বহু মানুষের। আফ্রিকার মালিতে প্রবল গরমের কথা এখন অনেকের জানা। সেখানে ৪৬-৪৮ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে।
আরও পড়ুন- ১০৫ টাকায় অনলাইনে কেনা বাড়ি! সিঁড়ি রান্নাঘর, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
অনেকেই অবশ্য পৃথিবীর সব থেকে গরম জায়গা সম্পর্কে জানেন না। লুত মরুভূমি। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি বিশ্বের ৩৪ তম বৃহত্তম মরুভূমি। এই মরুভূমিতে প্রাণের কোনও অস্তিত্ব নেই। গাছপালা, প্রাণী কিছুই সেখানে নেই। কারণ সেখানে প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব।
advertisement
advertisement
নাসার অ্যাকোয়া উপগ্রহ ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এই মরুভূমির পৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করেছিল। একটা সময় সেখানে ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে বুঝতেই পারছেন, সেখানে প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব।
ডেথ ভ্যালি সম্পর্কেও অনেকেই শুনেছেন। পৃথিবীর উষ্ণতম জায়গাগুলির মধ্যে একটি। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি পৃথিবীর উষ্ণতম জায়গাগুলির মধ্যে অন্যতম।
advertisement
আরও পড়ুন- বাঙালির প্রিয় এই চাল পেল বিশ্বের সেরা চালের স্বীকৃতি! কোন চাল জানেন?
ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল ১৯১৩ সালে। ডেথ ভ্যালির ফার্নেসর্নে ক্রিক নামের জায়গায় তাপমাত্রা পৌঁছেছিল ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। এই উপত্যকায় গরম বাতাস আটকে পড়ে। তার উপর প্রখর সূর্যের তাপ। এখানেও মানুষের থাকা অসম্ভব। এই অঞ্চলের চারপাশে মরুভূমি। ফলে সারা বছরই এখানে মারাত্মক গরম।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 19, 2024 5:35 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
তাপমাত্রা ৭০ ডিগ্রি! ১০ মিনিটে মানুষ অসুস্থ, ১ ঘণ্টায় মৃত্যু! পৃথিবীর সবচেয়ে গরম জায়গা