Viral Video: এই ফুচকা বিক্রেতার দৈনিক আয় জানলে আকাশ থেকে পড়বেন! তোলপার নেট দুনিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
This Pani Puri Sellers s Per Day Income Will Awe You: সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে এক ফুচকা বিক্রেতার দৈ নিক আয় জেনে সকলেই হতবাক।
কোথাও গোলগাপ্পা-বাতাসি, কোথাও আবার ফুচকা-পানিপুরি। নাম যাই হোক না কেন, এই প্রিয় খাবার দেখলে জিভে জল আসে না এমন সংখ্য়া হাতেগোনা। ফুচকা খাওয়া উপভোগ করলেও আমরা অনেকেই এই কাজকে তেমন গুরুত্ব দিইনা। কিন্তু সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে এক ফুচকা বিক্রেতার দৈনিক আয় জেনে সকলেই হতবাক।
পিৎজা এবং বার্গারের আধিপত্যের যুগেও নিজের জায়গা অটুট রেখেছে ফুচকা। কম টাকায় এমন সুস্বাদু খাবার খুবই কম রয়েছে। জনপ্রিয় ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর এবং YouTuber @vijay_vox_ দ্বারা নির্মীত ভিডিওটিতে একজন ফুচকা বিক্রেতার দৈনিক রোজগারে আলোপাত করেছেন।
ভিডিওটিতে ওই ফুচকা বিক্রেতার মাসিক আয় জানতে চাওয়া হয়। প্রথমে ওই ফুচকা বিক্রেতা বলেন আড়াই হাজার। যা শুনে একটু অবাকই হয় সকলে। কিন্তু পরক্ষণে জানতে চাওয়া হয় এটি মাসিক না দৈনিক আয়। তখন ওই ফুচকা বিক্রেতা জানান দৈনিক আড়াই হাজার টাকা। অর্থাৎ মাসে ৭৫ হাজার টাকা।
advertisement
advertisement
advertisement
এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। ৪ কোটিরও বেশি ভিউ হয়ে গিয়েছে। মন্তব্যকারীরা গোলগাপ্পা বিক্রেতার কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন। অনেকেই আবার প্রশ্ন তুলেছে উচ্চশিক্ষা অর্জন করে বেসরাকারি কোম্পানিতে চাকরি করার কী লাভ। কেউ আবার শিক্ষার সঙ্গ একে মেশাতে রাজি নয়। তবে ফুচকা বিক্রেতার রোজগার অবাক করেছে সকলকেই।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 8:07 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: এই ফুচকা বিক্রেতার দৈনিক আয় জানলে আকাশ থেকে পড়বেন! তোলপার নেট দুনিয়া