Life Style Tips: অকাজের কলার খোসা কত কাজে লাগে জানেন! আপনার কল্পনার বাইরে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How To Use Banana Peels: কলা কম-বেশি আমরা সকলেই খেয়ে থাকি। কলার পুষ্টিগুণের কথাও আমাদের জানা। কিন্তু কলা খেলেও কলার খোসা আমরা বেশিরভাগই ফেলে দিয়ে থাকি। কিন্তু জানেন কি? কলা যেমন উপকারী, এর খোসার উপকারিতাও কিন্তু কম নয়। বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে কলার খোসা।
advertisement
প্রাথমিক চিকিৎসায়: কলার খোসায় অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। যার কারণে কলার খোসাকে প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। যদি কোনো পোকা-মাকড় হঠাৎ কামড় দেয় বা চুলকানি থেকে রক্ষা পাওয়ার জন্য কলার খোসা কাজে লাগাতে পারেন। দ্রুত ব্যথা ও চুলকানি সেরে যাবে। মাথা ব্যথার ওষুধ বা কেটে গেলেও লাগাত পারেন।
advertisement
advertisement
ত্বকের যত্নের জন্য: মুখ যদি শুষ্ক আর খসখসে হয় তাহলে কলার খোসার ভিতরের অংশ মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ ও মোলায়েম হয়ে গিয়েছে। এছাড়া মুখের ব্রণ দূর করতে কলার খোসা উপকারী। এর মাধ্যমে একবার সেরে গেলে ব্রণ আর ফিরে আসে না। মুখে ভালো করে ঘষে সারারাত রেখে দিলে ব্রণের সমস্যাস দূর হয়ে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement