Durga Puja 2022: ইতিহাসকে চোখের সামনে তুলে ধরবে এই মন্দিরগুলো, ঘুরে আসতে পারেন দুর্গাপুজোয়

Last Updated:

ভারতকে মন্দিরের দেশ বলা হয়, পৃথিবীতে এমন কোনও জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে গেলে আপনি এতও মন্দির দেখতে পাবেন। তাই, এইবার পুজোয় ঘুরে আসুন যে কোনও একটি মন্দিরে।

ইতিহাসকে চোখের সামনে তুলে ধরবে এই মন্দিরগুলো, ঘুরে আসতে পারেন দুর্গাপুজোয়
ইতিহাসকে চোখের সামনে তুলে ধরবে এই মন্দিরগুলো, ঘুরে আসতে পারেন দুর্গাপুজোয়
#কলকাতাঃ বাঙালির দুর্গাপুজো নিয়ে বিভিন্নরকম আবেগ কাজ করে। কেউ ভিড় ঠেলে ঠাকুর দেখতে পচ্ছন্দ করেন, আবার কেউ কলকাতার ভিড়ভাট্টা এড়িয়ে বাইরে চলে যান ঘুরতে। কিন্তু, যদি বাইরে গিয়েও পুজোর স্বাদ পেতে চান, তাহলে ভারতের এই মন্দিরগুলো ঘুরে আসতে পারেন পুজোয়। ভারতকে মন্দিরের দেশ বলা হয়, পৃথিবীতে এমন কোনও জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে গেলে আপনি এতও মন্দির দেখতে পাবেন। তাই, এইবার পুজোয় ঘুরে আসুন যে কোনও একটি মন্দির যা ইতিহাসকে চোখের সামনে তুলে ধরবে।
মীনাক্ষী মন্দির, উত্তর প্রদেশ
২,৫০০ বছরেরও বেশি পুরানো মীনাক্ষী মন্দিরটি, ১৪-একর প্রাঙ্গন নিয়ে তৈরি করা হয়েছে। পাথরে খোদাই করা এই মন্দিরে রয়েছে দেবতাদের প্রাচুর্য। মন্দিরটির নামকরণ করা হয়েছে দেবী পার্বতীর নামে, যার অপর নাম মীনাক্ষী। বিশ্বাস করা হয় যে সেই স্থানটিতে তাঁর শিবের সঙ্গে বিবাহ হয়েছিল।
advertisement
advertisement
ব্রহ্মাজি মন্দির, রাজস্থান
পুষ্করে অবস্থিত এই শতাব্দীপ্রাচীন মন্দিরটি বিশ্বের একমাত্র মন্দির যা ভগবান ব্রহ্মাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। প্রচলিত বিশ্বাস, ব্রহ্মা নিজে যজ্ঞ করতে পৃথিবীতে এসেছিলেন এবং এই স্থানটিকে তাঁর মন্দিরের জন্য বেছে নিয়েছিলেন। মন্দিরটির লাল রঙের চূড়ায় রয়েছে একটি রাজহাঁস। প্রায় ২০০০ বছর আগে তৈরি করা এই মন্দিরটি দেখার জন্য দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা ভিড় জমায়।
advertisement
শ্রী বিরুপাক্ষ মন্দির, কর্ণাটক
শ্রী বিরুপাক্ষ মন্দির কর্ণাটকের হাম্পি জেলায় অবস্থিত একটি ইউনেস্কো-স্বীকৃত মন্দির। বিরুপাক্ষ মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার অনেক আগে মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরটি রাজা দেব রায় দ্বিতীয়ের অধীনে একজন সেনাপতি লাক্কানা দণ্ডদেশের সহায়তায় তৈরি করা হয়েছিল।
advertisement
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত, কৈলাস মন্দিরটি বিশ্বের বৃহত্তম একশিলা কাঠামো। এটা বিশ্বাস করা হয় যে, ইলোরার কৈলাস মন্দিরের সাথে উত্তর কর্ণাটকের বিরুপাক্ষ মন্দিরের অনেক মিল রয়েছে। ঐতিহাসিক তথ‍্য অনুসারে, এটি ৭৫৬ এবং ৭৭৩ খ্রিস্টাব্দের মধ্যে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ প্রথম নির্মাণ করেন।
advertisement
লিঙ্গরাজ মন্দির, ওড়িশা
মন্দিরটি ভগবান শিবকে উত্সর্গকে তৈরি করা হয়েছিল। ১০ শতাব্দীতে রাজা যজতি কেশরী স্থাপন করেন লিঙ্গরাজ মন্দির। মন্দিরটির বৈশিষ্ট্য হল এটি লাল পাথরের তৈরি। কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন পাওয়া যাবে এই মন্দিরে। বিশাল জমি জুড়ে অবস্থিত মন্দিরের প্রাঙ্গনে ১৫০টি ছোট মন্দির রয়েছে। মূল কাঠামোটির উচ্চতা ৫৪.৮৬ মিটার।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Durga Puja 2022: ইতিহাসকে চোখের সামনে তুলে ধরবে এই মন্দিরগুলো, ঘুরে আসতে পারেন দুর্গাপুজোয়
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement