একটি ছোট্ট ছেলের সঙ্গে বিড়ালের মিষ্টি খেলার ভিডিও ভাইরাল, দেখুন মজার ভিডিওটি
- Published by:Brototi Nandy
Last Updated:
বাড়ির সিঁড়িতে বসে থাকা নিজের পোষ্য বিড়ালের সঙ্গে শিশুর থ্রো এবং ক্যাচ খেলছে। ভিডিওটিতে উভয়েরই অঙ্গভঙ্গি এতটাই আরাধ্য যে আপনি না হেসে থাকতেই পারবেন না। টুইটারে পোস্ট করা এই ভিডিওটি ইন্টারনেটে বহু মানুষকে আকৃষ্ট করেছে। cute video of little boy playing with kitten gone viral
সকাল থেকেই যদি কোন কারণে আমাদের মন ভালো না থাকে তাহলে ছোট ছোট পশুপ্রাণী কিংবা বাচ্চাদের মিষ্টি ভিডিও আমাদের মুড বদলে দেয়। ইন্টারনেটে এমন ভিডিওর অভাব নেয়। কুকুরছানা , বিড়ালছানার বহু ভিডিও প্রতিদিনই প্রায় সকাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট হতে থাকে যা আমাদের দিনটিকে সুন্দরতম করে তোলে। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন যারা পশুপ্রেমী এবং পশুপ্রাণীদের বিভিন্ন সুন্দর , আকর্ষণীয় ভিডিও তারা নিজেদের পেজে পোস্ট করে থাকেন। ভিডিওগুলি আমাদের সকলের মন ছুঁয়ে যায় এবং আশ্চর্য্যের ব্যাপার এই ধরণের হাসির সুন্দর ভিডিও আমরা বার বার দেখতে পছন্দ করি।
ভিডিওটি মূলত ইনস্টাগ্রামে পোস্ট করা হয় এবং বহু মানুষকে আকৃষ্ট করে। পরে একজন টুইটার ব্যবহারকারী @buitengebieden নামক পেজে একটি বিড়ালছানা এবং শিশুর ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে একটি শিশু এবং সিঁড়িতে বসে থাকা একটি বিড়ালছানার খেলার মুহূর্তটিকে তুলে ধরা হয়েছে। দৃশ্যটি এটি আরাধ্য যে সোশ্যাল মিডিয়াতে খুব শীঘ্র ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা গেছে বাড়ির সিঁড়িতে বসে থাকা নিজের পোষ্য বিড়ালের সঙ্গে শিশুর থ্রো এবং ক্যাচ খেলছে। ভিডিওটিতে উভয়েরই অঙ্গভঙ্গি এতটাই আরাধ্য যে আপনি না হেসে থাকতেই পারবেন না। ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটি ইন্টারনেটে বহু মানুষকে আকৃষ্ট করেছে।
advertisement
ক্লিপটির শুরুতেই একটি শিশুকে দেখানো হয় যে উপরের দিকে তাকিয়ে আছে যেখানে সিঁড়ির ওপর একটি বিড়ালছানাকে বসে থাকতে দেখা যায়। দুজনেই বেশ ভালো বন্ধু। শিশুটি মজা করে একটি তোয়ালে উপরে বসে থাকা বিড়ালছানাটির দিকে ছুঁড়ে ফেলছে এবং তাড়াতাড়ি সেও তার মানুষ বন্ধুর দ্বারা ছুঁড়ে ফেলা তোয়ালেটা ধরে ফেলছে , পুনরায় নিচে ছুড়ে ফেলছে। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
Having fun together.. 😊 pic.twitter.com/prRJ5qnEc6
— Buitengebieden (@buitengebieden) February 25, 2023
বিড়ালটি তোয়ালে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে নিচে দাঁড়িয়ে থাকা শিশুটির প্রাণখোলা হাসি যে কোন মানুষের মন জয় করে নেবে। তাদের এই মিষ্টি থ্রো এবং ক্যাচের ভিডিও মানুষের মন কাড়ার এবং মন ভালো রাখার সবচেয়ে শ্রেষ্ঠ উপায়।
advertisement
ভিডিওটি ৫মিলিয়নেরও বেশি ভিউ এবং ২৯৪ হাজার লাইক অর্জন করেছে।
নিঃসন্দেহে এই সুন্দর ক্লিপটি নেটিজেনদের বহু প্রশংসা এবং ভালোবাসা অর্জন করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, "আমি আনন্দে গলে যাচ্ছি।" "এটি খুব সুন্দর!"
আরেকজন যোগ করেছেন, "আমি পারলে সারাদিন এই ভিডিওটি দেখি। "
তৃতীয় একজন বলেছেন , "যেসব শিশু পোষা প্রাণীর সঙ্গে বেড়ে ওঠে তারা সত্যি ভাগ্যবান। "
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 1:16 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
একটি ছোট্ট ছেলের সঙ্গে বিড়ালের মিষ্টি খেলার ভিডিও ভাইরাল, দেখুন মজার ভিডিওটি