কনে প্রস্তুত, খাবার থেকে ধোঁয়া উঠছে, নিমন্ত্রিতরা হাজির... BDO এসে বললেন, 'দাঁড়াও!' তার পর যা হল বর্ধমানে!
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
গ্রামে যেন উৎসবের আবহ। কিন্তু হঠাৎ করেই থমকে গেল সব কিছু! বন্ধ হয়ে গেল বিয়ে। এ কী কাণ্ড বর্ধমানে?
পূর্ব বর্ধমান: সব কিছু ঠিকঠাক ছিল। সাজগোজ, রান্নাবান্না, নিমন্ত্রণ কোনও কিছুর ত্রুটি ছিল না। মাঝডাঙ্গা গ্রামে যেন উৎসবের আবহ। কিন্তু হঠাৎ করেই থমকে গেল সব কিছু! বন্ধ হয়ে গেল বিয়ে। আচমকা এমন সিদ্ধান্তে হতবাক সকলে। প্রশ্ন উঠল কীএমন ঘটল, যার জন্য বন্ধ হল বহু কাঙ্খিত এই বিয়ে? আসলে ঘটনার পিছনে ছিল এক গুরুতর সত্য।
বিয়ের সাজে সাজানো হচ্ছিল যে কিশোরীকে, সে আসলে মাত্র দশম শ্রেণির ছাত্রী অর্থাৎ নাবালিকা। খবর পেয়ে তৎক্ষণাৎ নড়েচড়ে বসে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লক প্রশাসন ও চাইল্ড প্রোটেকশন ইউনিট। সঙ্গে ছিল মন্তেশ্বর থানার পুলিশও।সোমবার প্রশাসনের একটি টিম পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মাঝডাঙ্গা গ্রামের সেই বাড়িতে হানা দেয়।
advertisement
advertisement

কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন বিডিও সঞ্জয় দাস ও চাইল্ড প্রোটেকশন অফিসাররা। বোঝানহয় বাল্যবিবাহের বিপদ, এর ভবিষ্যৎ পরিণতি এবং আইনগত বিষয়বস্তু। শেষমেশ পরিবার তাদের ভুল বুঝতে পারে এবং মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
advertisement
এই ঘটনায় শুধুই একটি বিয়ে বন্ধ হয়নি, রক্ষা পেয়েছে একটি কিশোরীর ভবিষ্যৎ। স্থানীয়রা প্রশাসনের এই তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন। চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকেও জানান হয়েছে, আগামী দিনে এমন সচেতনতা অভিযান আরও জোরদার করা হবে।
বনোয়ারীলাল চৌধুরী
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 24, 2025 4:38 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কনে প্রস্তুত, খাবার থেকে ধোঁয়া উঠছে, নিমন্ত্রিতরা হাজির... BDO এসে বললেন, 'দাঁড়াও!' তার পর যা হল বর্ধমানে!










