অমিতাভ , হৃতিককে নকল করে সুরেলা চা বিক্রেতার ভিডিও ভাইরাল

Last Updated:

সাগর শ্রীবাস্তব নাম চা বিক্রেতা বলিউড স্টারদের মিমিক করার ভিডিও সমস্ত মিডিয়াতে ভাইরাল হয়েছে। chaiwala mimic bollywood stars

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের অমরাবতীর একজন চা বিক্রেতা সাগর শ্রীবাস্তব বিখ্যাত বলিউড অভিনেতা যেমন অমিতাভ বচ্চন , ঋত্বিক রোশন , সলমান খানদের নকল করেছেন , অবিকল তাদের গলার আওয়াজকে তুলে ধরেছেন। শুধু তাই না তার মন্ত্রমুগ্ধ করা কণ্ঠস্বর সত্যি সবার মন জয় করে নিয়েছে।
আমাদের চারিপাশে এমন অনেক প্রতিভা আছে যারা বড় স্বপ্ন দেখলেও সেগুলোকে সত্যি করতে সক্ষম হয় না। অনেক সময় আমরা তাদের ভাইরাল ভিডিওতে কিংবা আশেপাশের বাজারে, মন্দিরে কিংবা স্টেশনে দেখতে পায়। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার হওয়ার পর দারুণভাবে ভাইরাল হয়। অভিনব জেসওয়ানি একজন ব্লগার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন "ভারতে সবচেয়ে প্রতিভাবান চাই ওয়ালা.. আসুন এই ভিডিওটি শেয়ার করি এবং সাগর ভাইয়ার বলিউডে যাওয়ার ইচ্ছা পূরণ করি।"
ভিডিওটি সবার মন কেড়ে নিয়েছে। এই চা বিক্রেতা চা বিক্রি করার সময় বিভিন্ন বলিউড অভিনেতাদের মিমিক করে ক্রেতাদের বিনোদন করেন । এখানেই শেষ নয় , এই ভিডিওতে তাকে গান গাইতেও দেখা গেছে। তার কণ্ঠস্বর তার বলিউডে যাওয়ার স্বপ্নকে সত্যি করুক এটাই সবার কাম্য। শেষের দিকে তাকে কুমার সানুর 'ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা' বিখ্যাত গানটি গাইতে শোনা গেছে।
advertisement
সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর ভিডিওটি ১৩ হাজারেরও বেশি ভিউ পেয়েছে এবং তার এই দক্ষতা বহু মানুষের প্রশংসা অর্জন করেছে।
একজন ইউসার মন্তব্য করেছেন "প্রতিভার সত্যিই কোন সীমা নেই", "প্রতিভার কোন কমি নেয় আমাদের দেশে। "
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
অমিতাভ , হৃতিককে নকল করে সুরেলা চা বিক্রেতার ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement