সুফল পেতে নির্দিষ্ট আঙুলেই ধারণ করুন নির্দিষ্ট রত্ন
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
রত্ন ধারণ করার আগে জেনে নিন কোন আঙুলে কোন রত্ন ধারণ করবেন ৷
#কলকাতা: ভাগ্য ফেরাতে কে না চায় ? জ্যোতিষশাস্ত্র বলছে সঠিক নিয়মে গ্রহ-নক্ষত্র মেনে রত্ন ধারণ করলে ফিরতে পারে আপনার ভাগ্যও ৷ কিন্তু রত্ন ধারণে কোনও ভুল ত্রুটি হলে হিতে বিপরীতও হতে পারে ৷ তাই রত্ন ধারণ করার আগে জেনে নিন কোন আঙুলে কোন রত্ন ধারণ করবেন ৷
কোন রত্ন কোন আঙ্গুলে ধারণ করবেনঃ-
১। নীলা-- মধ্যমা আঙ্গুলে ধারণ করবেন।
advertisement
২। মুনস্টোন-- অনামিকায় ধারণ করবেন।
৩। হিরে-- কনিষ্ঠা বা অনামিকায় ধারণ করবেন।
৪। পান্না-- কনিষ্ঠা বা অনামিকায় ধারণ করবেন।
৫। পোখরাজ-- তর্জনী বা অনামিকায়।
৬। চুনি-- অনামিকা বা তর্জনীতে।
৭। প্রবাল-- তর্জনী বা অনামিকায়।
৮। মুক্তা-- অনামিকা বা কনিষ্ঠায়।
advertisement
১। রবি-- রবির রত্ন অনামিকাতে বা তর্জনীতে ধারণীয়।
১। চন্দ্র-- অনামিকা বা কনিষ্ঠাতে ধারণ করবেন।
৩। মঙ্গল-- অনামিকা বা তর্জনীতে ধারণ করবেন।
৪। বুধ-- কনিষ্ঠা বা মধ্যমাতে ধারণ করবেন।
৫। বৃহস্পতি-- তর্জনী বা অনামিকাতে ধারণ করবেন।
৬। শুক্র-- কনিষ্ঠ বা মধ্যমাতে ধারণ করবেন।
advertisement
৭। শনি-- মধ্যমাতে ধারণ করবেন।
view commentsLocation :
First Published :
August 14, 2018 11:27 AM IST

