ডেলিভারি বয়দের দিনে কত টাকা উপার্জন? সমীক্ষার চাঞ্চল্যকর রিপোর্ট, হা হয়ে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Delivery Boy income- বোরজো নামক একটি সংস্থার সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট বলছে, ভারতে যারা ডেলিভারি কর্মী হিসাবে কাজ করেন, তাদের ৭৭.৬ শতাংশ কর্মীরই বার্ষিক উপার্জন আড়াই লক্ষ টাকার নীচে। অর্থাৎ বেশিরভাগ ডেলিভারি বয়দের দৈনিক আয় ৭০০ টাকারও কম।
কলকাতা: ডেলিভারি বয় হিসেবে কাজ করলে মাসে কত টাকা উপার্জন করা যায়? এমন প্রশ্ন অনেকের মনেই জাগে। ডেলিভারি বয়দের জন্য কিন্তু এখন আমাদের হাতের নাগালে দুনিয়া। দিন হোক বা রাত, যে কোনও খাবার বা জিনিসপত্র চাইলেই আমরা হাতে পেয়ে যাই। একেবারে বাড়ির দ্বোরগোড়ায় সেসব পৌঁছে দেন ডেলিভারি বয়রা।
জ্যোমাটো, সুইগি, ব্লিঙ্কিট, জেপটো, ফ্লিপকার্ট, অ্যামাডন- এমনই প্রচুর অ্যাপ রয়েছে। সেই সব অ্যাপ-এর হয়ে কাজ করেন কয়েক লাখ ডেলিভারি বয়। সারাদিন কাজ করতে হয় তাঁদের। রোদে পুড়ে, জলে ভিজে। তবে এত কাজ করার পরও কিন্তু খুব বেশি টাকা উপার্জন হয় না তাঁদের। এমনই তথ্য দিচ্ছে সাম্প্রতিক একটি সমীক্ষা। বিভিন্ন অ্যাপ পণ্য বিক্রি করে বছরে হাজার হাজার কোটি টাকা উপার্জন করে। কিন্তু ডেলিভারি বয়দের আর্থিক অবস্থা কিন্তু শোচনীয়।
advertisement
আরও পড়ুন- মানুষের পরই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি জানেন? মিলেছে প্রমাণ! কোন প্রাণী?
বোরজো নামক একটি সংস্থার সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট বলছে, ভারতে যারা ডেলিভারি কর্মী হিসাবে কাজ করেন, তাদের ৭৭.৬ শতাংশ কর্মীরই বার্ষিক উপার্জন আড়াই লক্ষ টাকার নীচে। অর্থাৎ বেশিরভাগ ডেলিভারি বয়দের দৈনিক আয় ৭০০ টাকারও কম।
advertisement
ভারতের মোট ৪০টি শহরে জোমাটো, সুইগি, অ্যামাজন, ফ্লিপকার্টের প্রায় ২ হাজারেরও বেশি ডেলিভারি কর্মীর উপরে সমীক্ষা করা হয়েছিল। তাতেই এমন তথ্য উঠে এসেছে। সমীক্ষার রিপোর্ট বলছে, ডেলিভারি বয়দের মধ্যে মাত্র ২৪ শতাংশ পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে টাকা জমান। তবে তাঁদের জমানো টাকার অঙ্ক ১ হাজার থেকে ৩ হাজারের মধ্যেই সীমাবদ্ধ।
advertisement
আরও পড়ুন- কালো অংশকে মণি বা পিউপিল বলে! কিন্তু চোখের সাদা অংশের নাম কী? ৯৯ শতাংশই জানেন না
আরও জানা গিয়েছে, ২৩ শতাংশ ডেলিভারি কর্মী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। তাঁদের মধ্যে ৭১ শতাংশের বিনিয়োগের অঙ্ক মাত্র ৫০০ থেকে ১০০০ টাকা। ডেলিভারি বয়দের মধ্যে মাত্র ২৬ শতাংশ সরাসরি স্টক মার্কেটে বিনিয়োগ করেন। আরও যেটি সব থেকে চিন্তার বিষয়, ভারতের ডেলিভারি কর্মীদের মধ্যে ৬২ শতাংশের জীবনবিমা নেই।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 27, 2024 2:58 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ডেলিভারি বয়দের দিনে কত টাকা উপার্জন? সমীক্ষার চাঞ্চল্যকর রিপোর্ট, হা হয়ে যাবেন