ফুটপাতবাসীর মলিন চাটাইয়ে ছাতার আড়ালে আশ্রয় পথকুকুরদেরও, অজ্ঞাতপরিচয় গৃহহীনের মানবিকতায় মুগ্ধ নেটদুনিয়া

Last Updated:

Viral: ভারতীয় বন বিভাগের অফিসার সুশান্ত নন্দা ট্যুইটারে মন ছুঁয়ে যাওয়া একটি ছবি শেয়ার করেছেন। গৃহহীনের নিঃস্বার্থ আচরণ ফুটে উঠেছে ছবির ভাষায়

তাঁর এই মানবিক আচরণ মন জয় করেছে নেটিজেনদের
তাঁর এই মানবিক আচরণ মন জয় করেছে নেটিজেনদের
আধুনিক বিশ্বে এক চিলতে আশ্রয়ের জন্য সংগ্রাম অন্তহীন। তার মাঝেই মন জয় করে নিচ্ছে এক আশ্রয়হীনের ছবি। তিনি নিজে গৃহহীন। তাঁর মাথার উপর নেই ছাদের আশ্রয়। তবুও তিনি মরিয়া পথকুকুরদের আশ্রয় দিতে। তাঁর এই মানবিক আচরণ মন জয় করেছে নেটিজেনদের।
তাঁর কাছে আশ্রয় পাওয়া সারমেয়গুলি অসুস্থ নয়। শারীরিক অবস্থাও খারাপ নয়। তবুও সন্তানস্নেহে তিনি আগলে রেখেছেন চতুষ্পদগুলিকে, পরম স্নেহ ও মমতায়। রবিবার ভারতীয় বন বিভাগের অফিসার সুশান্ত নন্দা ট্যুইটারে মন ছুঁয়ে যাওয়া একটি ছবি শেয়ার করেছেন। গৃহহীনের নিঃস্বার্থ আচরণ ফুটে উঠেছে ছবির ভাষায়।
ছবিটিতে দেখা যাচ্ছে শাটারবন্ধ দোকানের সামনে তিনি ঘুমোচ্ছেন ফুটপাতে। তাঁর ছিন্ন মলিন চাটাইয়ে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে অন্তত ৭ টি পথকুকুর। এখানেই শেষ নয়। ওই ফুটপাতবাসী তাঁর সারমেয় সঙ্গীদের মাথার উপর ছাতার আড়ালও দিয়েছেন।
advertisement
advertisement
তাঁর নিঃস্বার্থ কাজে মুগ্ধ আইএফএস অফিসার সুশান্ত নন্দ। অনলাইনে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ''এই বড় বিশ্বে মানিয়ে নেওয়ার জন্য আমাদের হৃদয়কে বৃহ‍দাকার করতে হবে। ''
advertisement
কোখায় এই ছবি তোলা হয়েছে, ওই ফুটপাতবাসীর পরিচয়ই বা কী, এখনও জানা যায়নি। অজ্ঞাতপরিচয় ফুটপাতবাসীকে অকুণ্ঠ ভালবাসা ও বাহবা জানিয়েছে নেটমহল।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ফুটপাতবাসীর মলিন চাটাইয়ে ছাতার আড়ালে আশ্রয় পথকুকুরদেরও, অজ্ঞাতপরিচয় গৃহহীনের মানবিকতায় মুগ্ধ নেটদুনিয়া
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement