Snake Video: বালিশের মধ্যে ওটা কী! একটু নড়াচড়া হতেই এ কী বেরিয়ে এলো, দেখুন সেই ভয়ঙ্কর ভাইরাল ভিডিও...

Last Updated:

Snake Video: একটি বালিশ থেকে ফণা তোলা কিং কোবরা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাপটির ফোঁসফোঁস শুনে সবাই চমকে যান। ভিডিওটি ভাইরাল হয়েছে, আপনিও মিস না করে দেখুন...

বালিশের মধ্যে ওটা কী! একটু নড়াচড়া হতেই এ কী বেরিয়ে এলো, দেখুন সেই ভয়ঙ্কর ভাইরাল ভিডিও...
বালিশের মধ্যে ওটা কী! একটু নড়াচড়া হতেই এ কী বেরিয়ে এলো, দেখুন সেই ভয়ঙ্কর ভাইরাল ভিডিও...
নয়াদিল্লি: ভাবুন তো, আপনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আর হঠাৎই আপনার বালিশের (অবিশ্বাস্য সাপ ভিডিও) ভিতর থেকে বিশাল এক কিং কোবরা (ভাইরাল সাপ ভিডিও) বেরিয়ে এলো! শুনতে অবাক লাগলেও, সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু লোক একটি বালিশ কেটে দেখার চেষ্টা করছে। কয়েক মুহূর্তের মধ্যেই তার ভিতর থেকে বিশাল একটি কিং কোবরা বেরিয়ে আসে এবং ফণা মেলে ধরে। উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায় এবং কেউ কেউ আতঙ্কে পিছু হটেন।
advertisement
advertisement
অনেকে আবার সাপটিকে ধরার চেষ্টা করেন। রিপোর্ট অনুযায়ী, ভিডিওটি পুরনো হলেও এটি আবার নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই স্তম্ভিত হয়ে গেছেন এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এই ভিডিও সামনে আসতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘এমন ভিডিও দেখার পর এখন থেকে ঘুমনোর আগে বালিশ পরীক্ষা করতেই হবে।’’ কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে এত বড় একটি সাপ এতক্ষণ ধরে তাকিয়ার ভিতর লুকিয়ে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, বড় সাপেরা গরম এবং অন্ধকার জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে, বিশেষত কাপড় ও গদি জাতীয় নরম জায়গাগুলোতে।
advertisement
ভারতসহ বিভিন্ন দেশে ঘরে সাপ ঢোকার ঘটনা খুবই সাধারণ। বর্ষাকালে এই ঝুঁকি আরও বেড়ে যায়, কারণ সাপেরা তখন শুকনো ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরে প্রবেশ করে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এমন পরিস্থিতির মুখোমুখি হলে আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দিতে হবে।
advertisement
advertisement
এই কিং কোবরা ভাইরাল ভিডিও আবারও প্রমাণ করলো যে, সাপ যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Video: বালিশের মধ্যে ওটা কী! একটু নড়াচড়া হতেই এ কী বেরিয়ে এলো, দেখুন সেই ভয়ঙ্কর ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement