Snake Attack Viral Video: সন্তানদের বাঁচাতে মরিয়া মা, পা দিয়ে চেপে ধরলেন বিষাক্ত সাপটিকে! তারপর যা হল..দেখুন ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Snake Attack Viral Video: নিজের সন্তানকে বাঁচাতে সবকিছু করতে পারে মা। এমনই এক ঘটনা এবার প্রকাশ্যে। মিস না করে দেখুন সেই ভিডিও, জানুন পুরো ঘটনাটি...
সিডনি: অস্ট্রেলিয়ায় এক সাহসী মা নিজের দুই কন্যাসন্তানকে ভয়ঙ্কর বিষধর সাপের কবল থেকে বাঁচিয়ে নিলেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা মায়ের সাহসের প্রশংসা করছেন।
ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির উঠোনে দুই ছোট্ট মেয়ে খেলছিল। হঠাৎই তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে একটি বিষধর সাপ। শিশুরা সম্পূর্ণ অজান্তে খেলতে ব্যস্ত ছিল, কিন্তু ঠিক তখনই মায়ের চোখ সাপটির দিকে পড়ে।
আরও পড়ুন: স্বামী-স্ত্রী হিসাবে কাটিয়েছেন জীবন, DNA টেস্টে বেরোল ভাই-বোন! সম্পর্কের বেড়াজালে তীব্র চাঞ্চল্য
advertisement
এরপরই ওই দুই শিশুর মা যা করলেন ভাবতে পারবেন না! বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি ঝাঁপিয়ে পড়লেন সাপটির। পা দিয়ে সাপটিকে চেপে ধরার চেষ্টাও করেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এরপর তিনি তার সন্তানদের নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং সাপটিকে দূরে সরানোর চেষ্টা করেন।
advertisement
এই সাহসিকতার দৃশ্যটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখে বিস্মিত এবং আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কমেন্ট সেকশনে অনেকেই মাকে ‘সুপারমম’ বলে প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “একজন মা সন্তানের জন্য সবকিছু করতে পারে!”
advertisement
Mother tries to save her two daughters from a venomous snake in Australia pic.twitter.com/UYLtsIuk00
— Wild content (@NoCapMediaa) March 26, 2025
অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিষধর সাপের উপস্থিতি সাধারণ ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে সতর্কতার সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রয়োজনে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া উচিত।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2025 5:05 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Attack Viral Video: সন্তানদের বাঁচাতে মরিয়া মা, পা দিয়ে চেপে ধরলেন বিষাক্ত সাপটিকে! তারপর যা হল..দেখুন ভিডিও...