Chappal Making Process: হাওয়াই চপ্পল তো অনেকেই পরেন! কিন্তু জানেন কীভাবে তৈরি হয় কাজের এই জিনিস? দেখে নিন ভিডিও

Last Updated:

কীভাবে চপ্পল তৈরি হয়? সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি কারখানায় চপ্পল তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটি মানুষ যতটা সহজ মনে করতে পারে ততটাও সহজ নয়।

স্লিপার অর্থাৎ চপ্পল খুবই দরকারি একটি জিনিস। যে কোনও আবহাওয়া বা অবস্থায়, যেমন বৃষ্টি, ময়লা, জল, রোদ ইত্যাদিতে এগুলি পরা যেতে পারে এবং সকলের পা সুরক্ষিত থাকতে পারে। বর্তমান সময়ে লক্ষ লক্ষ লোক চপ্পল পরছেন। কারণ এটি পরা যেমন খুব সহজ, তেমনই খুব আরামদায়ক। আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় এটি খুব সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়।
কিন্তু, কখনও কি কেউ ভেবে দেখেছেন কীভাবে চপ্পল তৈরি হয়? সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি কারখানায় চপ্পল তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটি মানুষ যতটা সহজ মনে করতে পারে ততটাও সহজ নয়। তাই সেই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।
advertisement
advertisement
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @namasteiindia-এ একটি ভিডিও পোস্ট করা হয়েছে যাতে দেখা যাচ্ছে চপ্পল তৈরি করা হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে সাদা-নীল চপ্পল তৈরি করা হচ্ছে, যা লোকেরা তাঁদের বাড়িতে পরে থাকেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কারখানার ভেতরে বড় বড় মেশিন বসানো রয়েছে। পুরনো রবার এবং গলিত রবার তাদের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, যা দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হচ্ছে চপ্পল।
advertisement
এভাবেই কারখানায় স্লিপার তৈরি হয়: এই রবারটি ভালভাবে চেপে চাদরের মতো চ্যাপ্টা করে একটি বড় রোলারে লাগানো হয়। রোলারগুলি ঘোরানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পদার্থ ঢেলে দেওয়া হয়। এসব পদার্থের কারণে রবার পাতলা হয়ে যায়। তারপরে এটি কেটে তার উপর অন্য কিছুর প্রলেপ দেওয়া হয় এবং এটি শক্ত হয়ে গেলে এটি মেশিনের নিচে রাখা হয়। তারপর মেশিনটি রবারটিকে স্লিপারের আকারে কেটে দেয়। একজন মহিলা এই চপ্পলগুলিকে আলাদাভাবে রাখছেন দেখা যাচ্ছে এবং স্ট্র্যাপও বসানো হচ্ছে, যা পায়ে আটকে থাকে। এইভাবে চপ্পল প্রস্তুত হচ্ছে।
advertisement
advertisement
ভাইরাল ভিডিওটি ৪ কোটিরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন যে, চপ্পল তৈরির প্রক্রিয়াটি খাবারের আইটেম তৈরির চেয়ে বেশি স্বাস্থ্যকর। একজন বলেছেন যে, এটি তার মায়ের প্রিয় অস্ত্র। অন্য একজন রসিকতা করে বলেছেন যে, কারখানায় চপ্পলগুলি হালকা করা উচিত, কারণ তা পিছনে পড়লে ব্যথা করে!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Chappal Making Process: হাওয়াই চপ্পল তো অনেকেই পরেন! কিন্তু জানেন কীভাবে তৈরি হয় কাজের এই জিনিস? দেখে নিন ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement