Shri Suktam Paath: শুধুমাত্র শুক্রবার এই মন্ত্র পাঠ করুন, লক্ষ্মীর কৃপায় ধন-সম্পদ এবং খ্যাতি পাবেন!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Sri Suktam Mantra Paath: শ্রী সূক্ত মন্ত্র পাঠ করার সময় সঠিক উচ্চারণে যত্নবান হওয়া উচিত।
#কলকাতা: মা লক্ষ্মীর (Goddess Lakshmi) আরাধনার জন্য এবং তাঁর কৃপা পেতে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে, শুক্রবারে আমরা মা লক্ষ্মীর আশীর্বাদে সম্পদ, সম্পত্তি, খ্যাতি সব কিছু পেতে পারি। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য অনেক ধরনের অনুষ্ঠান করা হয়, তার মধ্যে কিছু কঠিন, যা হয় তো সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু আজ যে বিশেষ মন্ত্রের কথা বলা হচ্ছে তা লক্ষ্মীকে খুশি করার সহজ উপায়।
আমাদের আজ পদ্ম ফুল বা লাল ফুল দিয়ে দেবী লক্ষ্মীর পূজা করা উচিত। সেই সঙ্গে প্রসাদ হিসেবে সাদা বরফি বা বাতাসা প্রদান করতে হবে। এর পর মা লক্ষ্মীর ধ্যান করে শ্রী সূক্ত (Sri Suktam) মন্ত্র পাঠ করার পালা। এটি করলে মা লক্ষ্মী আমাদের উপর প্রসন্ন হবেন এবং আমাদের ইচ্ছা পূরণ করবেন। তাঁর কৃপায় আমরা সাফল্য, খ্যাতি, সম্পদ সব কিছু পাব।শ্রী সূক্ত মন্ত্র পাঠ করার সময় সঠিক উচ্চারণে যত্নবান হওয়া উচিত (Shri Suktam Path)।
advertisement
advertisement
শ্রী সূক্ত মন্ত্র
ওম হিরণ্যবর্ণম হরিণী, সূবর্ণ-রজত-স্ত্রাজম,
চন্দ্রা হিরণ্যময়ী লক্ষ্মী, জাতভেদোয় ম আবাহ।
তা ম আবাহ জাতা বেদোতে, লক্ষ্মীমানপ-গামিনীম,
যস্য হিরণ্যম্ বিন্দয়ম্, গামস্বম্ পুরুষানহম্।
অশ্বপুর্বণ রথ-মধ্যযান, হস্তি-নাদ-প্রমোদিনীম,
শ্রীম দেবীমুপাহওয়ে, শ্রীমা দেবী জুষ্টম।
advertisement
কংসোসামি তম হিরণ্য-প্রকারমর্দ্র জ্বলন্তী ত্রিপ্তান তর্পয়ন্তি,
পদ্মে অবস্থানম পদ্ম-বর্ণম তামিহোপাহওয়ায়ে শ্রিয়ম্।
চন্দ্র প্রভাসন যশসা জ্বালান্তি শ্রী লোকে দেব-জুষ্টমুদারম,
তম পদ্ম-নেমে শরমহম প্রপদে অলক্ষ্মীরমে নাশ্যতম ত্বা বর্ণোমি।
আদিত্য বর্ণে তপসধিজাততো বনস্পতিবা বৃক্ষ বিল্বহ,
তস্য ফলানি তপসা নুদন্তু মায়ন্ত্রয়শ্চ বাহ্য অলক্ষ্মী।
উপইতু মা দৈব সখাঃ, কীর্তিশ্চ মনিনা সাহা,
প্রদুভূতোऽমি রাষ্ট্রস্মীন, কীর্তিম বৃদ্ধম্ দদাতু মে।
advertisement
ক্ষুত-পিপাসালামলা জ্যেষ্ঠ, অলক্ষ্মীরনাশ্যম,
অভূতিম সমৃদ্ধি চ, সর্বান নির্নুদে মে গ্রহাত।
গন্ধ-দ্বারম দূরাদর্শম, নিত্য-পুষ্টম করিষিণীম,
ঈশ্বরী সর্ব-ভূতানম্, তমিহোপাহ্বয়ে শ্রিয়ম্।
মনসাঃ কম্মকুটিন, বাচঃ সত্যমশিমহি,
পশুনাম রূপমন্নস্য, ময়ী শ্রীঃ শ্রয়তম যসঃ।
কর্দমেন প্রজা-ভূত, ময়ী সম্ভ্রম-কর্দম,
শ্রিয়ম বাসে মে কুলে, মাতরম পদ্ম-মালিনীম।
আপ: সৃজনশীলতা স্নিগ্ধানি, চিকলিত ভাস মে গৃহ
নিচ দেবী মাতরম শ্রীম বসে মে কুলে।
advertisement
অর্দ্রান পুষ্করিণ পুষ্টম, সুবর্ণম হেমা-মালিনিম,
সূর্য্য হিরণ্ময়ী লক্ষ্মী, জাতভেদো মামাভঃ।
অর্দ্রান ইয়াহ করিনেম যষ্টিম, পিঙ্গলা পদ্ম-মালিনিম,
চন্দ্র হিরণ্ময়ী লক্ষ্মী, জাতভেদো মামাবহঃ।
তম আভা জাত-বেদো লক্ষ্মীমানপ-গামিনীম,
যস্য হিরণ্যম্ প্রভুতম্ গাভো দাসয়োষ্বন্ বিন্দয়ম্ পুরুষানহম্।
ইয়া শুচিঃ প্রয়তো ভূত্বা, জুহুয়াদজ্যমবাহম্,
শ্রিয়ঃ পঞ্চ-দাসর্চম চ, শ্রী-কামঃ সত্তম জপেৎ।
Location :
First Published :
January 07, 2022 12:23 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Shri Suktam Paath: শুধুমাত্র শুক্রবার এই মন্ত্র পাঠ করুন, লক্ষ্মীর কৃপায় ধন-সম্পদ এবং খ্যাতি পাবেন!