Viral News: পার্বতীকুণ্ডে স্নান করলে চর্মরোগের নিরাময়! গ্রামবাসীদের দাবি, ‘এখানকার জল ফিল্টারের থেকেও বিশুদ্ধ’!
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Viral News: পার্বতীকুণ্ড নামেই এটি পরিচিত। এই কুণ্ডের জলের রং অনেকটা দুধের মতো। কথিত আছে, এই জল পান করলে সব রকমের চর্মরোগ সেরে যায়।
ভারত সাধু-সন্তের দেশ। প্রতিদিনই কোনও না কোনও অলৌকিক ঘটনার খবর পাওয়া যায়। এমনই ঘটনার সাক্ষী রাজস্থানের করৌলির একটি গ্রাম। নাম ‘কেটে’। এখানে পাহাড়ের নিচে একটি জলাশয় রয়েছে। পার্বতীকুণ্ড নামেই এটি পরিচিত। এই কুণ্ডের জলের রং অনেকটা দুধের মতো। কথিত আছে, এই জল পান করলে সব রকমের চর্মরোগ সেরে যায়।
রাজস্থান মানে মরুভূমির দেশ। প্রচণ্ড গরম। খরাও হয়। গ্রামের স্থানীয় বাসিন্দা দীনেশ সাইনি বলেন, গ্রীষ্মকালে যত গরমই পড়ুক না কেন, পার্বতীকুণ্ডের জল কখনও শুকোয় না। জলের প্রবাহ বজায় থাকে। দীনেশের কথায়, দাদু-ঠাকুমারাও আমাদের বলতেন, এখানে হাজার হাজার বছর ধরে জল আসছে। রঙ একেবারে দুধের মতো। বিশুদ্ধতায় ফিল্টারের চেয়েও ভাল।
advertisement
advertisement
আরও পড়ুন: ফিগার ঠিক রাখতে ডায়েট কোল্ডড্রিঙ্কস! ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে চ্যুইং গামও, হতে পারে ক্যানসার
পার্বতীকুণ্ড সাধুদের আখড়া: এই কুণ্ডের ধারেই থাকেন সাধক রাজানন্দ সরস্বতী। তিনি বলেন, হাজার হাজার বছর ধরে এই কুণ্ডে জল আসছে। এই ভূমি সাধুদের আবাস। পার্বতী কুন্ড কয়েক ডজন সাধুর তপস্যার জীবন্ত উদাহরণ। এখানে পাহাড়ের অভ্যন্তরে গুহার ভিতরে অনেক সাধু-সন্তের শক্তি বিরাজমান।
advertisement
চর্মরোগ সেরে যায়: পার্বতীকুণ্ডের দুধের মতো জল সম্পর্কে সাধক রাজানন্দ সরস্বতী বলেন, এই কুণ্ডের জল গঙ্গার আরেক রূপ। এখানে স্নান করলে সমস্ত ধরনের চর্মরোগের নিরাময় হয়।
খরার সময়েও জল থাকে: গ্রামের স্থানীয় বাসিন্দা শিবরাজ সাইনি বলেন, কুণ্ডের কাছে মাটির ২০০ ফুট নিচে তৈরি বোরওয়েল থেকে জল বের হয় না, তবে খরা যতই তীব্র হোক না কেন, এই কুণ্ডে সবসময় জল থাকে। তাঁরা আরও জানান, কুণ্ডের জলের স্তর এমন যে তা কখনও উপচে পড়ে না। এখান থেকে যতটুকু জল তোলা হয় সেই একই পরিমাণ জল আবার ফিরে আসে। আজ পর্যন্ত কেউ এর ঐশ্বরিক শক্তির রহস্য বুঝতে পারেনি।
advertisement
জলের পরীক্ষাও হয়েছে: স্থানীয় বাসিন্দা শিবরাজ সিং বলছেন, “আমরা এই কুণ্ডের জল জয়পুরের পরীক্ষাগারে পাঠিয়েছিলাম। রিপোর্টে দেখা গিয়েছে, এই জল ফিল্টার করা জলের চেয়েও বিশুদ্ধ। এতে অনেক উপকারী উপাদান রয়েছে।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 03, 2023 4:37 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: পার্বতীকুণ্ডে স্নান করলে চর্মরোগের নিরাময়! গ্রামবাসীদের দাবি, ‘এখানকার জল ফিল্টারের থেকেও বিশুদ্ধ’!








