বরের মালা বালকের গলায়, মন খারাপের ওষুধ হয়ে এই ভিডিওটি ঘুরছ নেটদুনিয়ায়! দেখেছেন?
Last Updated:
Viral Video: বরের মালা নিজের গলায় পরে নেটদুনিয়ার মন কাড়ল বালক, ভিডিও না দেখলে আসল মজাটা টের-ই পাবেন না!
#নয়াদিল্লি: নিতবরের কাণ্ড কারখানায় হাসির ফোয়ারা ছুটেছে নেট দুনিয়ায়। এমনিতেই ভারতীয় বিয়ের অঙ্গ হিসেবেই উঠে আসে হাসি, আমোদ। যদিও ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন করে হাসির রোল তুলেছে নেটিজেনদের মধ্যে।
কেরলের এক বিবাহ বাসরের ছবি ভাইরাল হয়েছে। খ্রিস্ট মতে বিয়ে করছিলেন এক যুবক যুবতী। সেখানেই নিয়মমাফিক কনের গলায় মালা পরিয়ে দেয় এক বালিকা। সেই মতো বরের গলায় মালা পরিয়ে দেওয়ার কথা আর এক বালকের। কিন্তু সেখানেই বিপত্তি।
advertisement
advertisement
ভারতীয় বিবাহ মানেই জাঁক জমক, আচার অনুষ্ঠান এবং জমকালো পোশাকের অতিথি, লোভনীয় খাবারের সঙ্গে আমোদ আহ্লাদ। অনুষ্ঠানের শো স্টপার অবশ্যই বর ও কনে। কিন্তু অনেক সময়ই দেখা যায় ছোট বাচ্চারা সকলের দৃষ্টি আকর্ষণ করে নেয়।
advertisement
তেমনই এক বালকের ভিডিও অনলাইনে মন কেড়েছে দর্শকদের। Instagram হ্যান্ডেল wedinghilights123-এর তরফে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি বালিকা কনের গলায় মালা পরিয়ে দেয়। কিন্ত বালকটির পালা যখন আসে, তখন সে মালাখানি বরের গলায় পরিয়ে দিতে অস্বীকার করে। বরং বিয়ের মালা সে নিজের গলায় পরে নেয়। কাণ্ড দেখে হাসতে শুরু করেন বর-কনে। উদ্গ্রীব বর নিজেই মাথা ঝুঁকিয়ে তাকে মালা দিতে বলেন। কিন্তু রাজি হয়নি ছেলেটি। বরের হাতেই সে মালা দিয়ে দেয়। বর নিজে নিজে মালা পরে নেন।
advertisement
বালকের এমন কাণ্ড দেখে হেসে কুটিপাটি নেটপাড়ার বাসিন্দারাও। ভিডিও-টির কমেন্ট সেকশনে হাসির ইমোজি ভরে গিয়েছে। মাত্র তিনদিনের মধ্যে Instagram-এ ভিডিওটি ১,৫৪,০০০-এরও বেশি লাইক পেয়েছে, ১.৪ মিলিয়ন মানুষ দেখেছেন ভিডিওটি।
বিয়েবাড়িতে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করার ভিডিওগুলি প্রায় ভাইরাল হয়ে যায়। চলতি বছর মে মাসেই ভাইরাল হয়েছিল আর একটি ভিডি। সেখানে দেখা গিয়েছিল, একটি ছোট ছেলে তার মাকে কনে হিসাবে দেখে উত্তেজিত হয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছেলেটির বয়স মাত্র দু’বছর। দেখা যায় ছেলেটি তার মায়ের দিকে ছুটে গেল এবং তাকে করিডোরের নিচে নিয়ে গেল।
view commentsLocation :
First Published :
August 11, 2022 8:29 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বরের মালা বালকের গলায়, মন খারাপের ওষুধ হয়ে এই ভিডিওটি ঘুরছ নেটদুনিয়ায়! দেখেছেন?

