Science News: যুগান্তকারী! প্লাস্টিক খাওয়ার ব্যাকটেরিয়া আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীর, দূষণের অবসান?
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Science News: মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ ড. রাজ সর্দার এমন একটা কাজ করেছেন যা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। প্লাস্টিক খাওয়ার ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন তিনি। জানুন
কলকাতা: বিহারের সহরসা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ ড. রাজ সর্দার এমন একটা কাজ করেছেন যা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। প্লাস্টিক খাওয়ার ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন ড. রাজ সর্দার।
প্লাস্টিক খায় এমন ব্যাকটেরিয়া আবিষ্কার –
আসলে, রাজ সর্দার এমন ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন, যা প্লাস্টিক খায়। বছরের পর বছর সংগ্রামের পর এই সাফল্য পেয়েছেন তিনি। আসলে, অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহারে পরিবেশে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধান খুঁজে পেয়েছেন রাজ সর্দার। এখন এটি জৈবিক পদ্ধতির মাধ্যমে সমাধান করা যেতে পারে। এতে শুধু পরিবেশ পরিষ্কার হবে না, অনেক রোগ থেকে মানুষ মুক্ত হবে।
advertisement
advertisement
আমেরিকা থেকে এসেছে আমন্ত্রণ –
দক্ষিণ বিহার সেন্ট্রাল ইউনিভার্সিটি, গয়া-তে কর্মরত জৈবপ্রযুক্তি বিশেষজ্ঞ ড. রাজ সর্দার প্লাস্টিক দূষণের সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। সর্দারের এই সাফল্যের কারণে, তিনি আমেরিকা থেকে একটি আমন্ত্রণও পেয়েছেন। যেখানে তিনি এই কাজটি নিয়ে গবেষণা করবেন এবং এই ব্যাকটেরিয়া সম্পর্কে মানুষের মধ্যে প্রচার করবেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! জারি বাজের সতর্কতা, আবহাওয়ার বড় খবর
advertisement
প্লাস্টিক পচনের চ্যালেঞ্জ বিজ্ঞানের জন্য একটি বড় সমস্যা –
লোকাল ১৮-এর সঙ্গে বিশেষ কথোপকথনের সময়ে ড. রাজ সর্দার বলেন যে, প্লাস্টিক পুড়িয়ে ধ্বংস করার প্রবণতার কারণে শুষ্ক অক্সিজেন, কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস পরিবেশ দূষিত করে এবং স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। এর মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমনও চার শতাংশ বৃদ্ধি পায়।
advertisement
আরও পড়ুন: চাকরি যাওয়ার খবর পেয়েই পাওনাদারদের চাপের অভিযোগ! মারাত্মক কাণ্ড ঘটালেন শিক্ষিকা
প্লাস্টিকের অত্যধিক ব্যবহার এবং অনুপযুক্ত ব্যবস্থাপনা পরিবেশকে দূষিত করছে এবং প্রাণীদের উপর বিরূপ প্রভাব ফেলছে। প্লাস্টিকের পচনের চ্যালেঞ্জ বিজ্ঞানের জন্য একটি বড় সমস্যা। বিশ্বের অনেক দেশে, প্লাস্টিক পুনর্ব্যবহার করা হচ্ছে এবং রূপান্তরিত তরল হাইড্রোকার্বন জ্বালানি হিসাবে যানবাহনে ব্যবহার করা হচ্ছে।
advertisement
প্লাস্টিক থেকে ছড়ানো রোগ থেকেও মুক্তি –
ড. রাজ সর্দার আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির সদস্য, যা বিশ্বের অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম বৈজ্ঞানিক সংস্থা। তাঁর গবেষণায় দেখা গিয়েছে, সামুদ্রিক ব্যাকটেরিয়া প্লাস্টিক ধ্বংস করতে পারে, অর্থাৎ সামুদ্রিক ব্যাকটেরিয়া প্লাস্টিক খেয়ে সেই প্লাস্টিককে গলিয়ে দিতে পারে। প্রায় ৫ বছর পরিশ্রমের পর এবার বিষয়টি সামনে এসেছে এবং এই নীরিক্ষা সফলও হয়েছে।
advertisement
৩০০টিরও বেশি ব্যাকটেরিয়া পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে কিছু এমন ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে যারা প্লাস্টিক খায়। এটি নিয়ে পরবর্তী পরীক্ষা ও গবেষণা করা হবে। আগামী সময়ে সমাজ এর সুফল পাবে এবং প্লাস্টিক থেকে ছড়ানো রোগ থেকেও মুক্তি পাওয়া যাবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 5:02 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Science News: যুগান্তকারী! প্লাস্টিক খাওয়ার ব্যাকটেরিয়া আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীর, দূষণের অবসান?