Interesting facts of earth rotation: মহাকাশে পৃথিবী কেমন ভাবে ঘোরে জানেন? ভিডিও দেখলে মুগ্ধ হবেন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Science news: পৃথিবীর ঘূর্ণন গতি সম্পর্কে আমরা অনেকেই পড়াশোনা করেছি। পৃথিবীর দুই রকমের গতি রয়েছে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকেও ঘোরে, যেই কারণে দিন-রাত হয়।
পৃথিবীর ঘূর্ণন গতি সম্পর্কে আমরা অনেকেই পড়াশোনা করেছি। পৃথিবীর দুই রকমের গতি রয়েছে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকেও ঘোরে, যেই কারণে দিন-রাত হয়। সেই সঙ্গে পৃথিবী সূর্যের চারিদিকেও ঘোরে নির্দিষ্ট কক্ষপথে। প্রতিটি গ্রহই সূর্যের চারিদিকে ঘোরে। আমরা কি কখনও দেখেছি পৃথিবীকে ঘুরলে কেমন লাগে? সেই সুযোগ খুব একটা পাওয়া যায় না। সম্প্রতি মহাকাশ থেকে পৃথিবীর ঘূর্ণনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
advertisement
শাস্ত্রেও পৃথিবীর গুরুত্ব অনেক। প্রকৃতির সৃষ্টি হয়েছে এই পৃথিবী থেকেই। সেই জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মে গুরুত্ব রয়েছে পৃথিবীর। অনেক ধর্ম এবং সংস্কৃতিতে পৃথিবীকে ঈশ্বর হিসাবেও মানা হয়। পৃথিবী যে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে তারই একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে প্রকাশিত হয়েছে। মার্টিন জি নামে এক ব্যক্তি এই ভিডিও তাঁর ইউটিউব চ্যানেলে দিয়েছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা।
advertisement
Earth’s rotation visualized in a stunning timelapse that follows a fixed point in the sky.
📽: Martin Giraud pic.twitter.com/JG0IcOxWvO
— Wonder of Science (@wonderofscience) July 8, 2024
পৃথিবীর ঘুর্ণনের এই ভিডিওটি ২০২২ সালের অগস্ট মাসে রেকর্ড করা হয়েছিল। বিজ্ঞানে যাঁরা আগ্রহী তাঁদের কাছে এই ভিডিও মজাদার। ভিডিওতে দেখা যাচ্ছে যে মহাকাশের তারাগুলো স্থির, কিন্তু ঘুরে চলেছে পৃথিবীর সঙ্গে সমগ্র প্রকৃতি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2024 3:37 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Interesting facts of earth rotation: মহাকাশে পৃথিবী কেমন ভাবে ঘোরে জানেন? ভিডিও দেখলে মুগ্ধ হবেন