জয়পুরে সংক্রান্তি যেন আর এক দীপাবলি ! ফানুস, আতশবাজিতে আলোকিত আকাশ
- Published by:Brototi Nandy
Last Updated:
জয়পুরে মকর সংক্রান্তি উৎযাপনের একটি প্রাণবন্ত ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে সমস্ত জয়পুর বাসীরা সম্পূর্ণ উচ্ছাসের সঙ্গে সংক্রান্তি পালন করছে এবং এখানকার আকাশে আলোর খেলা লক্ষ লক্ষ তারার রূপ নিয়েছে। celebration of santranti in jaipur
সংক্রান্তি আসতেই ভারতের বিভিন্ন প্রান্তের লোকেদের মধ্যে নতুন বছরকে আগমন করার উৎসব প্রায় শুরু হয়ে যায়। বহু সংস্কৃতির দেশ এই ভারতবর্ষ। তাই ভিন্ন রাজ্যের ভিন্ন সংস্কৃতি, প্রথা, উৎসব সবকিছুই একে অন্যের থেকে একটু আলাদা। কিন্তু সবকিছু তাদের একসূত্রে গেঁথে রেখেছে। দেশের প্রতিটি কোণে নাগরিকরা লোহরি, বিহু, পোঙ্গল এবং মকর সংক্রান্তির মতো উত্সব উদযাপনের মধ্যে নিজেদের ব্যস্ত করে তোলে।
আমাদের দেশে মকর সংক্রান্তি ঘুড়ির উৎসব বা উত্তরায়ণ হিসেবে ব্যাপকভাবে পরিচিত। বাজারে এই সময় রং বেরঙ্গের ঘুড়ি, ফানুসের ঢল নামে। জয়পুরের লোকেরা সারাদিন ঘুড়ি উড়িয়ে এবং আতশবাজি জ্বালিয়ে এই বিশেষ দিনটিকে উৎযাপন করে থাকে। জয়পুরের সমৃদ্ধ সংস্কৃতিকে এই ভিডিওটির মাধ্যমে সারা দুনিয়ার সামনে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রাণবন্ত এবং আনন্দদায়ক মকর সংক্রান্তি উদযাপনের প্রদর্শনী, ইন্টারনেটে ঝড় তুলেছে। ভিডিওটি এখানে দেখুন -
advertisement
Jaipur Makar Sankranti evening scenes pic.twitter.com/nrMQk82sUR
— Shubh (@kadaipaneeeer) January 14, 2023
advertisement
যেহেতু ভিডিওটি রাতের দিকে রেকর্ড করা হয়েছে, দেখলে মনে হয় এ যেন আর এক দীপাবলী উৎযাপন। ভিডিওটি বেশ উঁচু জায়গা থেকে তোলা হয়েছে , যেখানে দেখা যাচ্ছে শত শত জয়পুরবাসীরা তাদের বারান্দায় এবং বাড়ির ছাদে দাঁড়িয়ে ফানুস ওড়াচ্ছেন , আতশবাজির মজা উপভোগ করছেন এবং সংক্রান্তির বিশেষ আকৰ্ষণ ভিন্ন রঙের, ভিন্ন আকারের ঘুড়ি ওড়াচ্ছেন। দেখে যেন মনে হয় লক্ষ লক্ষ তারা আকাশে ভিড় জমিয়েছে। এমন সুন্দর দৃশ্য সমস্ত নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।
advertisement
সারা আকাশ আলোয় ভরে গেছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের উত্সাহ এবং উত্তেজনা এই ভিডিওটিতে পরিষ্কারভাবে ধরা পড়েছে। তাদের উল্লাস এবং হুল্লোরের শব্দ সংক্রান্তিকে অনেক বেশি উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তুলেছে। শুভ নামক একজন ইউসার এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, "জয়পুর মকর সংক্রান্তির সন্ধ্যার দৃশ্য।"
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 1:02 PM IST