Nandini Di Hotel: সোশ্যাল মিডিয়ায় ঝড়! নন্দিনীর হোটেলে মদের বোতল নিয়ে হাজির স্যান্ডি সাহা, এরপরেই তুলকালাম

Last Updated:

নন্দিনীদিকে চেনেন না, এমন মানুষ এখন এই বঙ্গে কমই! সেই দোকানই ফের সোশ্যাল মি়ডিয়ায় ভাইরাল। তবে এবার আর নন্দিনীর জন্য় না। তাঁর দোকান ভাইরাল হয়েছে স্যান্ডি সাহার দৌলতে।

কলকাতা: সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। ডালহৌসির অফিস পাড়ার ফুটপাথে তাঁর দোকান। বাবা, মা ও তিনি নিজে সেই দোকানে থাকেন সারাদিন। রোদ, ঝড়, জল উপেক্ষা করে পরিশ্রম করেন মমতা গঙ্গোপাধ্যায় বা সবার চেনা নন্দিনীদি।
advertisement
তাঁকে ঘিরে ইউটিউবারদের মাতামাতি থাকে সব সময়। তিনি কখনও রেগে যান, কখনও সবটাই সামলান হাসিমুখে। নন্দিনীদিকে চেনেন না, এমন মানুষ এখন এই বঙ্গে কমই! সেই দোকানই ফের সোশ্যাল মি়ডিয়ায় ভাইরাল। তবে এবার আর নন্দিনীর জন্য় না। তাঁর দোকান ভাইরাল হয়েছে স্যান্ডি সাহার দৌলতে।
advertisement
স্যান্ডি বুক ঢেকেছেন মদের বোতল দিয়ে। নীচে পরেছেন হট প্যান্ট। নন্দিনীকে মদের বোতল দেখিয়ে প্রশ্ন করেন ‘কোনটা খাবে?’ জানতে চান এই যে নন্দিনীর হাত কেটে যায় এগুলো কি সব সত্যি? বেশ মজার ছলেই চলে হাসি আড্ডা।
advertisement
ডালাহৌসিতে  দোকান নন্দিনীর। হাড়ভাঙা পরিশ্রম করেন তিনি। সঙ্গে তাঁৎ বৃদ্ধ বাবা ও মা থাকেন। সারাদিন দোকানের কাজ। তার মাঝেই ইউটিউবারদের সময় দেন নন্দিনী। অনেকে আবার তাঁকে স্মার্ট নন্দিনীদি বলেও ডাকেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Nandini Di Hotel: সোশ্যাল মিডিয়ায় ঝড়! নন্দিনীর হোটেলে মদের বোতল নিয়ে হাজির স্যান্ডি সাহা, এরপরেই তুলকালাম
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement