Viral: ৩.১৫ কোটি টাকার বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি চূর্ণ বিচূর্ণ করলেন ইউটিউবার, কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

Viral: চরম বিলাসবহুল এই গাড়ির দাম ভারতে শুরু হয় ৩.১৫ কোটি টাকা থেকে

ল্যাম্বরগিনি ধ্বংসের ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন লিটভিন
ল্যাম্বরগিনি ধ্বংসের ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন লিটভিন
নজর কাড়ার জন্য ইউটিউবার রা যে কী কী করতে পারেন, তার কোনও লেখাজোখা নেই। সম্প্রতি মিখাইল লিটভিন নামে পরিচিত এক রাশিয়ান ইউটিউবার দুধসাদা ল্যাম্বরগিনি উরুস এসইউভি চূর্ণবিচূর্ণ করলেন। পুরো প্রক্রিয়া রেকর্ড করলেন ভিডিওতে। চরম বিলাসবহুল এই গাড়ির দাম ভারতে শুরু হয় ৩.১৫ কোটি টাকা থেকে। সেই মহার্ঘ্য গাড়ি চুরমার করে ভেঙে ফেলা হল শুধু লিটভিনের এনার্জি ড্রিঙ্কের প্রোমোশনের উদ্দেশে।
ল্যাম্বরগিনি ধ্বংসের ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন লিটভিন। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ মিলিয়নের বেশি। ভিডিওতে দেখা যাচ্ছে বরফঢাকা রাস্তায় লিটভিন দৌড়চ্ছেন। তাঁর হাতে এনার্জি ড্রিঙ্ক। পিছনে বিশাল ক্রেন চূর্ণ করল ল্যাম্বরগিনি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে।
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে িগয়েছে। ৭ মিলিয়ন ভিউ এবং ৭ লক্ষের বেশি লাইক এসেছে। এসেছে অজস্র মন্তব্য। তবে অধিকাংশ নেটিজেনই ক্ষুব্ধ লিটভিনের এই আচরণে। তাঁদের মতে, এই আচরণ অর্থহীন। বরং ওই টাকা তিনি দান করতে পারতেন সেবামূলক কাজে। মত তাঁদের।
প্রসঙ্গত ল্যাম্বরগিনি উরুস বিশ্বের দ্রুততম এসইউভিগুলির মধ্যে অন্যতম। বিলাসবহুল এই এসইউভি লঞ্চ করা হয় ২০১৮ সালে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: ৩.১৫ কোটি টাকার বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি চূর্ণ বিচূর্ণ করলেন ইউটিউবার, কারণ জানলে চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement