Useful Tips: দিনের শুরুতে বা শুভ কাজের আগে এক শালিক দেখা অশুভ কেন, জ্যোতিষশাস্ত্রে কী ব্যাখ্যা, জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Useful Tips: আমাদের প্রচলিত বিশ্বাস হল সকালে ঘুম থেকে উঠে এক শালিকের দেখা পাওয়া অশুভ। জোড়া শালিক দেখা শুভ
প্রচলিত কুসংস্কার ও রীতিনীতির সঙ্গে পশুপ্রাণীদের নাম জড়িয়ে আছে দীর্ঘ দিন ধরেই। নির্দিষ্ট পশুকে আমরা শুভ, আবার কোনও পশুকে আমরা অশুভ বলে ধরে নিই। যেমন, আমাদের প্রচলিত বিশ্বাস হল সকালে ঘুম থেকে উঠে এক শালিকের দেখা পাওয়া অশুভ। জোড়া শালিক দেখা শুভ।
advertisement
শালিক ভারতীয় জনজীবনে খুবই পরিচিত পাখি। এই পাখিকে বলা হয় সাহসী। কারণ মানুষের কাছাকাছি যেতে ভয় পায় না এই পাখি।
advertisement
শালিক কিন্তু সাধারণত দলবদ্ধ হয়ে থাকতে ভালবাসে। তাই একটি মাত্র শালিক থাকলে সেটিকে হয়তো বিচ্ছিন্নতা বা নিঃসঙ্গতার প্রতীক বলে মনে করা হয়।
advertisement
পশ্চিমী কোনও কোনও সংস্কৃতিতে এক জোড়া সোয়ালো পাখি দেখা শুভ বলে মনে করা হয়। সেক্ষেত্রে শীতের শেষে বসন্তের শুরুতে জোড়া সোয়ালো পাখি প্রেমর প্রতীক, কোনও কিছু শূন্য থেকে আবার শুরু করার বার্তা বয়ে আনে।
advertisement
আমরা যে জোড়া শালিককে শুভ বলি, সেটাও কিন্তু একটি স্ত্রী শালিক, অন্যটি পুরুষ হওয়া বাঞ্ছনীয়। তবে সংস্কার মানার সময় আমাদের অতশত দেখার সময় থাকে না।
advertisement
একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখা দরকার। তা হল, একটা শালিক অশুভ এবং জোড়া শালিক শুভ-এই বিধান জ্যোতিষশাস্ত্রে কোথাও নেই। এর মান্যতাও নেই কোথাও।
advertisement