জঙ্গল থেকে বেরিয়ে অটোয় উঠতে চাইল গণ্ডার! হাড়হিম করা ভিডিও ভাইরাল
- Published by:Suman Majumder
Last Updated:
rhino attack: অটোয় উঠতে চাইল বিশালাকার গণ্ডার! তার পর কী হল দেখুন সেই ভাইরাল ভিডিও।
কলকাতা: জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আর তাতেই কি বিপত্তি! জঙ্গল চিরে যাওয়া রাস্তায় মাঝেমধ্যেই হিংস্র পশুর সামনে পড়ে যায় মানুষ। অনেক সময় বাঘ, হাতির মাঝে পড়ে প্রাণও হারায় অনেকে। তবে এবার যে কাণ্ডটা হল তাতে কোনও প্রাণহানি হল না ঠিকই, তবে আত্মারাম খাঁচা হল কয়েকজনের।
জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা ধরে ছুটতে শুরু করেছিল একটি বিশালাকার গণ্ডার। রাস্তার পাশে তখন দাঁড়িয়ে একটি অটো। হঠাৎ করেই সেই গণ্ডার অটোয় উঠতে চাইল। অটোচালকের তখন হাড়হিম হওয়ার মতো পরিস্থিতি। জঙ্গলের পথ ছেড়ে পিচের রাস্তা ধরে ছুটতে গিয়ে হঠাৎ করেই সেই অটো দেখে দাঁড়িয়ে পড়ে গণ্ডারটি।
আরও পড়ুন- টিকি-টিক-টিক, ১০ সেকেন্ডের কাউন্টডাউন শুরু, খুঁজে ফেলুন তো জিরাফকে
এমন অনাহূত যাত্রীকে দেখে ভয়ে অটো ছেড়ে পালালেন চালক। সুশান্ত নন্দ নামে এক আইএফএস কর্তা এই হাড়হিম করা ভিডিও শেয়ার করেছেন টুইটারে। অনেকেই মজা করে লিখেছেন, কোথাও যাওয়ার তাড়া ছিল গণ্ডারটির। তাই সে প্রথরে রাস্তায় ছুটছিল। তার পর অটো দেখতে পেয়ে তাতে উঠে পড়ার চেষ্টা করে। ঠিক যেমনটা করে মানুষ।
advertisement
advertisement
Another day..
— Susanta Nanda (@susantananda3) February 27, 2023
A full grown Rhinoceros in a hurry & desperate for a lift to reach the home pic.twitter.com/lwazh4KhKg
advertisement
চালক সহ এক যাত্রী সেই গণ্ডারকে দেখা মাত্র উল্টোদিক দিয়ে নেমে পালিয়ে যান। না হলে বড়সড় বিপদ হতে পারত। অনেকেই সেই ভিডিও দেখে বলেছেন, মানুষের জন্য বরাবর জঙ্গলে প্রাণীদের জীবনযাপনে সমস্যা হয়। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা গেলে এমন ঘটনা বারবার ঘটবে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 7:53 PM IST