Resignation Letter: 'টার্গেট বাড়ে, মাইনে বাড়ে না!' চাকরি ছাড়ার আগে বস-কে লিখলেন কর্মী, ভাইরাল পদত্যাগ পত্র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভাইরাল হওয়া ওই পদত্যাগপত্রটি তানজানিয়ার একটি বেসরকারি নির্মাণ সংস্থা জে ডেকর-এর এক কর্মীর৷ ইনস্টাগ্রামে ওই সংস্থার ১ লক্ষ ফলোয়ার রয়েছে৷
অধিকাংশ চাকরিজীবীই দাঁতে দাঁত কামড়েও নিজের চাকরিটা রক্ষার চেষ্টা করেন৷ অফিসের কাজের চাপ, কিছু ক্ষেত্রে বস অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষপাতিত্ব, খারাপ ব্যবহারও সহ্য করে নেন তাঁরা৷ কিন্তু শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ ঠেকে গেলে বাধ্য হয়েই চাকরি ছাড়েন অনেকে৷ যদিও চাকরি ছাড়ার সময়ও অনেকে নিজেদের ক্ষোভের কথা ইস্তফাপত্রে অন্তত জানাতে পারেন না৷
সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি বেসরকারি সংস্থার এক কর্মীর ইস্তফাপত্র অবশ্য এই ধারণাকে ভেঙে দিয়েছে৷ কারণ সেখানে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে নিজের মনের কথাটুকু লিখে দিয়েছেন ওই কর্মী৷ কোনও রাখঢাক না করেই নিজের বসকে তিনি লিখেছেন, ‘আমি চাকরিটা ছাড়ছি কারণ এখানে শুধু টার্গেট বাড়ে, মাইনে বাড়ে না৷ আমি কাজ করি, ম্যাজিক দেখাই না৷’
advertisement
জানা গিয়েছে, ভাইরাল হওয়া ওই পদত্যাগপত্রটি তানজানিয়ার একটি বেসরকারি নির্মাণ সংস্থা জে ডেকর-এর এক কর্মীর৷ ইনস্টাগ্রামে ওই সংস্থার ১ লক্ষ ফলোয়ার রয়েছে৷ সম্প্রতি ওই সংস্থার পক্ষ থেকেই এ সি মিনজা নামে তাঁদের এক কর্মীর লেখা এই পদত্যাগপত্রের ছবি সমাজমাধ্যমে শেয়ার করে৷ সেখানেই দেখা গিয়েছে, কোনও রাখঢাক না করে অল্প কথায় কীভাবে নিজের পদত্যাগপত্র লিখেছেন ওই কর্মী৷ পদত্যাগপত্রে সংস্থার সিলও রয়েছে৷
advertisement
advertisement
advertisement
ওই সংস্থার পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, এই চিঠিটি সম্ভবত মজা করেই লেখা হয়েছে৷ কারণ, সাধারণত এই ধরনের পদত্যাগপত্র সাদা কাগজে লেখা হয় নয়তো ই মেল করে পাঠানো হয়৷ কিন্তু এক্ষেত্রে পদত্যাগপত্রটি লেখা হয়েছে একটি ডায়েরির ছেঁড়া পাতায়৷ পদত্যাগপত্রটি আসল কি না, তা খতিয়ে দেখছে ওই সংস্থা৷
advertisement
তবে চিঠিটি আসল না নকল সেই বিতর্কে না গিয়ে নেট ব্যবহারকারীদের অনেকেই স্পষ্ট ভাষায় পদত্যাগপত্র লেখার এই ধরনকে সমর্থন করেছেন৷ একজন লিখেছেন, ভবিষ্যতে এই অস্ত্রই প্রয়োগ করতে চান তিনি৷ অন্য একজন জানিয়েছেন, কখনওই বেতন না বাড়িয়ে কারও কাজের চাপ বাডা়নো উচিত নয়৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2025 7:50 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Resignation Letter: 'টার্গেট বাড়ে, মাইনে বাড়ে না!' চাকরি ছাড়ার আগে বস-কে লিখলেন কর্মী, ভাইরাল পদত্যাগ পত্র

