প্রাকৃতিক গ্যাসে এবার ছুটবে গাড়ি পুরুলিয়াতে ! রঘুনাথপুরে চালু হল CNG পরিষেবা
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Purulia News: রঘুনাথপুরে সিএনজি পরিষেবা চালু, পরিবহণ ব্যবস্থায় নবযুগের সূচনা ৷
রঘুনাথপুর, পুরুলিয়া, শান্তনু দাস: প্রাকৃতিক গ্যাসে এবার ছুটবে গাড়ি পুরুলিয়াতেও, রঘুনাথপুর শহরে এই প্রথম চালু হল ‘সিএনজি পরিষেবা’। রঘুনাথপুর শহরের ‘ঘোষাল অটো ফিলিং সেন্টার’ পেট্রোল পাম্পে এই পরিষেবা চালু হওয়ায় শহরে পরিবহণ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হল। আর এই পরিষেবার সূচনার সঙ্গে সঙ্গেই শহরের রাস্তায় নামতে শুরু করেছে সিএনজি চালিত একাধিক গাড়ি। যাত্রী পরিবহণ থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, নানা রকম যানবাহন এখন ধীরে ধীরে এই পরিবেশবান্ধব বিকল্পের দিকেই ঝুঁকছে। যা শহরের পরিবহণ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
শহরের সিএনজি চালিত গাড়ির চালকদের মধ্যে অনেকেই জানিয়েছেন, ‘‘পেট্রোল বা ডিজেলের তুলনায় সিএনজি ব্যবহারে খরচ অনেকটাই কম। শুধু খরচ বাঁচানোই নয়, পরিবেশ রক্ষাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ, সিএনজি চালিত গাড়ি থেকে নির্গত ধোঁয়া তুলনামূলকভাবে অনেক কম, যা বায়ুদূষণ কমাতে সহায়ক। ফলে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি হিসেবে সিএনজির ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।’’
advertisement
advertisement
যদিও রঘুনাথপুর শহরে এই প্রথমবারের মতো সিএনজি পরিষেবা চালু হওয়ায় বর্তমানে পরিষেবা প্রদানের সময়সীমা সীমিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময়েই গ্যাস ভরার সুযোগ থাকায় কিছুটা অসুবিধার মুখে পড়ছেন চালকরা। তাদের মতে, পরিষেবা প্রদানের সময়সীমা আরও কিছুটা বাড়ানো হলে তারা অনেকটাই উপকৃত হবেন এবং আরও বেশি সংখ্যক চালক সিএনজির দিকে ঝুঁকতে পারবেন।
advertisement
রঘুনাথপুরের ঘোষাল অটো ফিলিং সেন্টার পেট্রোল পাম্পের কর্ণধার তপন ঘোষাল জানান, ‘‘অনেকদিন ধরেই রঘুনাথপুরবাসীর দাবি ছিল শহরে সিএনজি পরিষেবা চালু করার। সেই দাবি শেষপর্যন্ত পূরণ করতে পেরে আমরা অত্যন্তই আনন্দিত। আগামী দিনে পরিষেবার মান ও সুযোগ-সুবিধা আরও উন্নত কীভাবে করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। রঘুনাথপুর শহর এখন শুধুই শিল্পকেন্দ্রিক শহর নয়, বরং পরিবেশ সচেতন আধুনিক শহরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।’’
Location :
Puruliya,West Bengal
First Published :
September 05, 2025 12:05 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
প্রাকৃতিক গ্যাসে এবার ছুটবে গাড়ি পুরুলিয়াতে ! রঘুনাথপুরে চালু হল CNG পরিষেবা