Viral News|| সর্বনাশ! ভায়াগ্রার ওভারডোজে যা হল এই ব্যক্তির সঙ্গে...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
চিকিৎসকদের মতে তিনি সন্তান ধারণ করতে সক্ষম হলেও তাঁর গোপনাঙ্গের উত্তেজনা কখনই কমবে না৷ তাই তাঁকে চিরকাল আঁটসাঁট পোশাক পরতে হবে ৷
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নববিবাহিত এক ব্যক্তি ভায়াগ্রার ওভারডোজ নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। সূত্রের খবর, কয়েক মাস আগে ওই ব্যক্তি বিয়ে করেন। বন্ধুদের পরামর্শে তিনি ভায়াগ্রা খাওয়া শুরু করেন। কিন্তু তার মাত্রা অনেকটাই বেশি হওয়ায় অবশেষে স্থান সেই হাসপাতাল। জানা যায়, তিনি প্রতিদিন ২০০ মিলিগ্রামের মতো ওষুধ সেবন করেছেন, যা নির্ধারিত পরিমাণের প্রায় চারগুণ। হতাশ হওয়ার পর তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে বাপের বাড়ি ফিরে আসেন। অনেক অনুরোধের পর ফেরেন ঠিকই, তবে হাসপাতালে ভর্তি করে দিয়ে আবার চলে যান।
advertisement
আরও পড়ুন- গরমে বাড়ে পেটের সমস্যা, ভাল থাকতে এই মশলাগুলি খাবার থেকে বাদ দিন
চিকিৎসকেরা সফলভাবে তাঁর পেনাইল প্রস্থেসিস সার্জারি করেছেন। শীঘ্রই একটি স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবেন তিনি, তবে তাঁর একটি সমস্যা রয়েছে যা সারাজীবন স্থায়ী হবে। চিকিৎসকদের মতে তিনি সন্তান ধারণ করতে সক্ষম হলেও তাঁর গোপনাঙ্গের উত্তেজনা কখনই কমবে না৷ তাই তাঁকে চিরকাল আঁটসাঁট পোশাক পরতে হবে ৷
advertisement
advertisement
চিকিৎসকেরা জানাচ্ছেন, ভায়াগ্রা শরীরের অন্যান্য অংশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভায়াগ্রা ওভারডোজ চোখের কোষের জন্য বিষাক্ত হতে পারে। তাই সবটাই অনেক ভেবে চিন্তে এবং অতি অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিয়ে করা উচিত৷
Location :
First Published :
June 07, 2022 1:44 PM IST