Power Of Government Job: সরকারি চাকরির ক্ষমতা! 'রিজেক্ট' করেছিল যে মেয়ে, এখন সে-ই এই ব্যক্তির স্ত্রী
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Government Job: "ওকে দেখে আমার পছন্দ হয়নি তখন। তার পর ও সরকারি চাকরি পেল। এখন আমি ওর বউ।" ভিডিওতে বললেন সেই মহিলা।
#নয়াদিল্লি: আমাদের দেশে সরকারি চাকরির ক্রেজ খুব বেশি দেখা যায়। আসলে সরকারি চাকরিতে নিরাপত্তা থাকে। ছোটবেলা থেকেই প্রতিটি শিশু সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখতে থাকে। পরিবারের সদস্যরাও তাদের সন্তানদের সরকারি চাকরি পেতে উদ্বুদ্ধ করেন। সেই কারণে অনেকে কঠোর পরিশ্রমও করেন। তবে বেশিরভাগ মানুষই সরকারি চাকরি পাচ্ছেন না এই সময়। তাই দেশে সরকারি চাকরির জন্য প্রচুর উন্মাদনা রয়েছে।
বেশিরভাগ বাবা-মাও চান তাদের মেয়েকে সরকারি চাকরি করা ছেলের সঙ্গে বিয়ে দিতে। অধিকাংশ অভিভাবকই জামাই হিসেবে সরকারি চাকরিজীবীকে প্রাধান্য দেন। আমরা সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত একটি ভিডিও পেয়েছি। এই ভিডিওটি দেখার পর আপনি হাসবেন, আবার অবাকও হবে। ভিডিওতে একটি মেয়ে বলছে যে আগে তিনি তাঁর স্বামীর মুখ দেখে তাঁকে প্রত্যাখ্যান করেছিলেন। এর পর ছেলেটি সরকারি চাকরি পায়। মেয়েটি তার পর ওই ছেলের সঙ্গেই বিয়ে করে নেন।
advertisement
আরও পড়ুন- বীরভূম-মুম্বই, ইউরোপ-তানজানিয়া, দাপিয়ে বেড়াচ্ছে ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি বেশ মজার। আবার একইসঙ্গে বর্তমান সমাজের দলিলও বটে। ভিডিওতে একজন স্ত্রী ও তাঁর স্বামীকে দেখা যাচ্ছে। স্ত্রী তাঁর স্বামীর মুখে হাত বুলিয়ে বলছেন, আগে আমি ওর মুখ দেখে ওকে বিয়ে করতে অস্বীকার করেছিলাম। যাই হোক, পরে ও সরকারি চাকরি পেয়ে যায়। এর পর আমি ও আমার পুরো পরিবার ওকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিই। মেয়েটি আরও বলেন, 'সরকারি চাকরির সুবাদে আজ আমি তার স্ত্রী।' কথাগুলো বলতে বলতেই সেই মহিলা হাসতে থাকেন।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন- ১ হাজার টাকা দিয়ে জিতে নিলেন ৩৫ কোটির বাংলো, এক লটারিতে বদলে গেল দম্পতির ভাগ্য
view commentsভিডিওতে মেয়েটিকে সাবলীলভাবে সত্যি কথা স্বীকার করতে দেখা গিয়েছে। এরপরই ভাইরাল হয়ে যায় মেয়েটির ভিডিও। ভিডিওটি memecentral.teb নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিওটি খুব দ্রুত শেয়ার হচ্ছে। ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন, 'এটাই সরকারি চাকরির আসল ক্ষমতা।'
Location :
First Published :
February 13, 2022 6:29 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Power Of Government Job: সরকারি চাকরির ক্ষমতা! 'রিজেক্ট' করেছিল যে মেয়ে, এখন সে-ই এই ব্যক্তির স্ত্রী