হোম /খবর /পাঁচমিশালি /
বিষে ভরা বাগান! ঘুরতে গেলে হারাতে পারেন চৈতন্য, তবু লেগেই থাকে পর্যটকের আনাগোনা

The Poison Garden: বিষে ভরা বাগান! ঘুরতে গেলে হারাতে পারেন চৈতন্য, তবু লেগেই থাকে পর্যটকের আনাগোনা

বিষে ভরা বাগান! ঘুরতে গেলে হারাতে পারেন চৈতন্য, তবু লেগেই থাকে পর্যটকের আনাগোনা (Photo: Twitter)

বিষে ভরা বাগান! ঘুরতে গেলে হারাতে পারেন চৈতন্য, তবু লেগেই থাকে পর্যটকের আনাগোনা (Photo: Twitter)

  • Share this:

কলকাতা: এপৃথিবীতে রয়েছে নানা ধরনের অবাক করা জিনিস। প্রকৃতি বারবার মানুষকে অবাক করে। আর সেই প্রকৃতিতে এমন সম্ভার এখনও রয়েছে, যা মানুষ আবিষ্কারই করে উঠতে পারেনি। আবার মানুষও এমন অনেক আশ্চর্য জিনিস তৈরি করেছে, যা মানুষকেই হতবাক করে দেয়।

এমনই এক আশ্চর্য জায়গা হল ‘দ্য পয়জন গার্ডেন’— বিশ্বের সব থেকে বিষাক্ত এলাকা। এখানে একবার এলে মানুষের চৈতন্য পর্যন্ত হারাতে পারে। যেসব অবাক করা জিনিসের কথা আমরা ভাবি, এটি তারই মধ্যে অন্যতম।

শুনতে যতই অদ্ভুত লাগুক, এই বিষাক্ত বাগানে ঘুরতে যেতে বিশ্বের মানুষ খুবই পছন্দ করে। পৃথিবীর অন্যতম জনপ্রিয় ভ্রমণ এলাকা এটি। গিনেস বুক অফ ওয়র্ল্ড রেকর্ডে নাম তুলেছে এই বিষাক্ত উদ্যান। সব থেকে বিষাক্ত হিসেবেই তার খ্যাতি।

আরও পড়ুন- মারুতি স্যুইফটের থেকেও কম দাম! শহরে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বিলাসী এই গাড়ি

কোথায় রয়েছে এই বিষের বাগান?

ইংল্যান্ডের নর্থম্বারল্যান্ড কাউন্টির অ্যালনউইকে অবস্থিত পৃথিবীর সব থেকে বিষাক্ত জায়গাটি। নাম থেকেই বোঝা যায়, এটি একটি উদ্যান। অর্থাৎ, এখানে রয়েছে প্রচুর গাছ, যার প্রায় পুরোটাই বিষে ভরা। এই বাগানে রয়েছে ১০০টিরও বেশি বিপজ্জনক জাতের গাছপালা।

এখানে যাঁরা বেড়াতে আসেন, তাঁদের কিন্তু নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর অধিকার নেই। কোনও ভাবেই কোনও পর্যটককে একা একা ঘুরতে দেওয়া হয় না এই বাগানে। গাছের খুব কাছাকাছি যাওয়াও একেবারে নিষিদ্ধ। হওয়াই স্বাভাবিক।

কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায় না। পরিসংখ্যান বলছে, নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে বাগানে ফুল তুলতে গিয়ে বা তার ঘ্রাণ নিতে গিয়ে বহু মানুষই বিপত্তি বাধিয়েছেন।

এই বাগানে রয়েছে এমন কিছু গাছপালা, যার গন্ধ সরাসরি মানুষের স্নায়ুর উপর কাজ করে। ফলে অচৈতন্য হয়ে পড়ার আশঙ্কা থাকেই।

আবার এমন গাছও বিরল নয়, যার বিষ পেটে গেলে মানুষের মৃত্যু সম্ভব। ফলে নিরাপত্তার বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ।

তবু দলে দলে মানুষ আসেন, প্রকৃতির এই বিচিত্র সম্ভার একবার চাক্ষুষ করতে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Viral News