Passenger Bitten by Scorpion: ফ্লাইটে যাত্রীর পায়ে হঠাৎ তীব্র ব্যথা, নিচে তাকাতেই মিলল এই ভয়ঙ্কর জিনিস! চিৎকারে কেঁপে উঠল গোটা প্লেন...

Last Updated:

Passenger Bitten by Scorpion: ফ্লাইটের এক বিছেকে নিয়ে তুমূল অশান্তি৷ বাধ্য হয়ে প্লেনটি জরুরী অবতরন করাতে বাধ্য হলেন পাইলট৷ তারপর যা হল...

ফ্লাইটে যাত্রীর পায়ে হঠাৎ তীব্র ব্যথা, নিচে তাকাতেই মিলল এই ভয়ঙ্কর জিনিস! চিৎকারে কেঁপে উঠল গোটা প্লেন...AI Image
ফ্লাইটে যাত্রীর পায়ে হঠাৎ তীব্র ব্যথা, নিচে তাকাতেই মিলল এই ভয়ঙ্কর জিনিস! চিৎকারে কেঁপে উঠল গোটা প্লেন...AI Image
লস অ্যাঞ্জেলেস: আকাশে প্রায় ৪৫ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা এক প্লেনে এমন এক ভয়ংকর ঘটনা ঘটল, যা যাত্রীদের আতঙ্কিত করে তুলেছিল। প্লেনের ভেতরের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে, পাইলটকে জরুরি অবতরণ করতে বাধ্য হতে হলো। এই ঘটনাটি ঘটেছে আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট ৫৬১-এ, যা লস অ্যাঞ্জেলেস থেকে পোর্টল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
ফ্লাইটে উড়ান শুরুর কিছুক্ষণ পরেই এক যাত্রী তার পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তিনি বুঝতে পারছিলেন না, কী কারণে এত ব্যথা হচ্ছে! ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে, তিনি চিৎকার করে ওঠেন। ব্যথার কারণ খুঁজতে তিনি যখন নিচের দিকে তাকালেন, তখন যা দেখলেন তাতে তার শরীর কাঁপতে শুরু করল।
advertisement
advertisement
প্লেনের মেঝেতে এক বিশাল বিষাক্ত বিছে ঘোরাফেরা করছিল এবং সেটিই তাকে হুল ফোটায়! বিষয়টি জানাজানি হতেই গোটা ফ্লাইটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যান্য যাত্রীরা ভয়ে তাদের পা তুলে নেন এবং কেউই নিচের দিকে তাকানোর সাহস পাচ্ছিলেন না।
advertisement
এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফ্লাইট ক্রুরা দ্রুত সিদ্ধান্ত নেন এবং পাইলট কানাডার ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে জরুরী অবতরণ করার অনুমতি নেন। বিমানবন্দরে অবতরণের পর আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং পুরো প্লেনটি ভালোভাবে পরীক্ষা করা হয়। তবে, এই বিছে প্লেনে কীভাবে প্রবেশ করল, তা স্পষ্টভাবে বোঝা যায়নি।
উল্লেখ্য, এই ঘটনাটি ৩০ অক্টোবর ২০১৫ সালে ঘটেছিল এবং এটি বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বিরল ঘটনা হিসাবে বিবেচিত হয়, যেখানে আকাশপথে চলন্ত প্লেনের মধ্যে একটি বিষাক্ত প্রাণী কাউকে কামড়ে দেয়।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Passenger Bitten by Scorpion: ফ্লাইটে যাত্রীর পায়ে হঠাৎ তীব্র ব্যথা, নিচে তাকাতেই মিলল এই ভয়ঙ্কর জিনিস! চিৎকারে কেঁপে উঠল গোটা প্লেন...
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement