Pakistan news: বলি অভিনেত্রীর শরীর দেখেই হাঁ পাকস্তানের প্রধানমন্ত্রী! যা করলেন... শরিফের কীর্তিতে ট্রোলের ঝড়, দেখুন সেই ভিডিও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Pakistan news: ২০২৩ সালের একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ, পাকিস্তানের প্রধানমন্ত্রী পুরস্কার প্রদানের পর অভিনেত্রীর শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছেন।
২০২৩ সালের একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়েছে, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনেত্রী মাওরা হোসেনকে পুরস্কার প্রদান করতে দেখা গিয়েছে। তবে ভিডিওটি ভাইাল হওয়ার কারণ, পাকিস্তানের প্রধানমন্ত্রী পুরস্কার প্রদানের পর অভিনেত্রীর শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছেন।
অনুষ্ঠানটি হয়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর হাউসে। ভিডিওটি ভারত এবং পাকিস্তান সম্পর্কিত বিষয়গুলির প্রতি আগ্রহের কারণে হঠাৎ ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা। পাকিস্তানের UNewsTV তাদের ইউটিউব এবং ওয়েবসাইটে ভিডিওটি পোস্ট করেছে। প্রায় দুই বছর পরে, ক্লিপটি ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
Apparently Shehbaz Sharif is not that Sharif 😂😂 pic.twitter.com/RzzitJgJlI
— Cabinet Minister, Ministry of Memes,🇮🇳 (@memenist_) May 28, 2025
ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী মাওরা হোসেন শাহবাজ শরীফের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন এবং তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। মাওরা হোসেন পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী। তাঁর আকর্ষণীয় চেহারা দেখে নিজেকে নাকি ঠিক রাখতে পারেননি পাক প্রধানমন্ত্রী, এমনই সব কমেন্ট পড়েছে ভিডিওর নীচে।
advertisement
মাওরা হোসেন সনম তেরি কসম (২০১৬) ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন, সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তবে এবার ভাইরাল অন্য কারণে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 8:19 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Pakistan news: বলি অভিনেত্রীর শরীর দেখেই হাঁ পাকস্তানের প্রধানমন্ত্রী! যা করলেন... শরিফের কীর্তিতে ট্রোলের ঝড়, দেখুন সেই ভিডিও