এইভাবে সহজেই জীবন থেকে দূর করুন আর্থিক সমস্যা

Last Updated:

জীবনে চলার পথে অনেক সময় আর্থিক সমস্যায় পড়তে হয় ৷ শত চেষ্টা করেও সেই সমস্যা দূর করতে ব্যর্থ হয়ে অনেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন ৷

#কলকাতা: আমাদের কারোর জীবনেই কোনও কিছুই নির্দিষ্ট ৷ সকলের জীবনেই পরিবর্তন ঘটে থাকে ৷ সময় সব সময় এক যায় না ৷ াজ ভালো তো কাল মন্দ ৷ তাই ভালো সময়ে খারাপের কথা মাথায় রেখে আগে থেকে প্ল্যান করে চলাই বুদ্ধিমানের কাজ ৷ জীবনে চলার পথে অনেক সময় আর্থিক সমস্যায় পড়তে হয় ৷ শত চেষ্টা করেও সেই সমস্যা দূর করতে ব্যর্থ হয়ে অনেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন ৷ আবার অনেকেই বিভিন্ন কুসংস্কারের সাহায্য নিয়ে থাকেন এই সমস্যা থেকে মুক্তি পেতে ৷ তাকে লাভ তো কিছুই হয় না ৷ বরং আপনার সময় ও টাকা খরচ হয়ে থাকে ৷ কিন্তু ভেঙে পড়ে লাভ নেই ৷ মনের জোর নিয়ে কয়েকটি সহজ পদ্ধতি মেনে চলুন তাহলে নিজেই দূর করতে পারবেন টাকার অভাব ৷
১. টাকার সঙ্কট দূর করতে প্রথম যে কাজটা করা উচিৎ সেটা হল আগে ঠিক করা যে আপনার জীবনে কী কী দরকার ৷ অথার্ৎ প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় খরচের একটি তালিকা বানিয়ে ফেলুন ৷ যতটা সম্ভব অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার চেষ্টা করুন ৷ এবং পরিবারের বাকি সদস্যদেরও এই কাজে আপনাকে সাহায্য করতে বলুন ৷
advertisement
advertisement
২. ব্যাঙ্কের জমানো টাকায় খুব দরকার না হলে সেটি তোলার চেষ্টা করবেন না ৷ পাশাপাশি বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু টাকা আগে সেভিংসের জন্য তুলে রাখুন ৷ খরচের খাতা থেকে আগেই সেটি বাদ দিয়ে দিন ৷ তাহলে সঞ্চয় করতে সহজ হবে ৷
advertisement
৩. যদি চাকরি হারিয়ে থাকেন ৷ চুপচাপ বসে থাকবেন না ৷ সব সময় নিজেকে ব্যস্ত রাখুন ৷ বই পড়ুন, নতুন কিছু করার চেষ্টা করুন, বেশি করে পরিবারের সঙ্গে সময় কাটান তাহলে দেখবেন মানসিক চাপ কম হবে ৷
৪. খুব সমস্যায় থাকলে আত্মীয়দের কাছ থেকে আর্থিক সাহায্য নিন ৷ কিন্তু যতটা সম্ভব সাহায্যে হিসেবে নেওয়া টাকা ফিরিয়ে দিন ৷ তাহলে ভবিষ্যতে সাহায্যের সময় তাদের আবাপ পাশে পেতে পারেন ৷
advertisement
৫. প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার সারাদিনের খরচাপাতির হিসাবটা কষে নিন এক নজর। কখন কোথায় কীভাবে কেন কত টাকা খরচ হলো, সেটা পারলে টুকে রাখুন আপনার ডায়েরিতে। নিয়মিত এই হিসাবটা কষলে আপনার কাছেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এতে কোথায় অযথা খরচ হচ্ছে, তা আপনার নখদর্পণে থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এইভাবে সহজেই জীবন থেকে দূর করুন আর্থিক সমস্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement