আজ জন্মদিন হলে কী এড়িয়ে চলবেন জানেন ?

Last Updated:

আজ যাদের জন্মদিন প্রথমেই তাদের সকলকেই অনেক শুভেচ্ছা ৷ এরপর আপনাদের জন্য থাকছে কিছু টিপস সঙ্গে কিছু তথ্য যা মেনে চললে গোটা বছরটাই আপনার শুভ হবে ৷

#কলকাতা: আজ যাদের জন্মদিন প্রথমেই তাদের সকলকেই অনেক শুভেচ্ছা ৷ এরপর আপনাদের জন্য থাকছে কিছু টিপস সঙ্গে কিছু তথ্য যা মেনে চললে গোটা বছরটাই আপনার শুভ হবে ৷ প্রথমেই জানিয়ে রাখি সংখ্যাতত্ত্বের বিচারে আপনার লাকি নম্বর - ৮ ৷ অর্থাৎ কোন শুভ কাজের জন্য বেছে নিন ৮ তারিখ ! আপনার জন্য শুভ মাস অবশ্যই জুলাই ৷ কারণ এই মাস আপনার জন্ম মাস ৷ এছাড়াও এপ্রিল, ফেব্রুয়ারি ও নভেম্বর মাসও আপনার জন্য শুভ ৷ তাহলে যে কোন ভাল কাজ এই মাসেই সেরে ফেলার চেষ্টা করুন ৷
জন্মদিন অনুযায়ী যে গ্রহ ও নক্ষত্রের প্রভাব রয়েছে তার ফলে আপনি এমনিতেই খুব বিশ্বাসী প্রকৃতির এবং ভরসাযোগ্যও ৷ এছাড়া শৃঙ্খলাপরায়ণ এবং সব কাজ গুছিয়ে করার পক্ষে ৷ জন্মগতই আপনি লড়াকু মেজাজের ৷ কোনভাবে আপনার মনোবল হারানো যায় না ৷ এরফলে যে কাজেই আপনি নিযুক্ত হন, তাতেই জয়ী হন আপনি ৷ এবার আসা যাক আপনার স্বাস্থ্যের কথা ৷ এবছর আপনার স্বাস্থ্য ভাল থাকবে তবে হাল্কা চোটের আশঙ্কা থাকছে ৷ তাই একটু সজাগ থাকবেন ৷ এবছর আপনার বিনিয়োগের ভাগ্য বেশ ভাল ৷ ঘর-বাড়ি বা অন্য কোথাও বিনিয়োগ করলে ফল মিলবে হাতে নাতে ৷ এবছর চাকরিরে ক্ষেত্রও থাকবে উজ্জ্বল ৷ তবে কিছু ক্ষেত্রে আপনার একরোখা স্বভাব সমস্যা তৈরি করতে পারে ৷ তাই কর্মক্ষেত্রে সকলের পরামর্শ নিয়ে চলাই ভাল ৷ এবছর প্রেম বা বিবাহযোগ বেশ উজ্জ্বল ৷ বিশেষ করে বিয়ের ক্ষেত্রে বছরের শেষের দিক অত্যন্তই শুভ ৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আজ জন্মদিন হলে কী এড়িয়ে চলবেন জানেন ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement