Optical Illusion: খুঁজে বের করুন ছবিতে লুকানো চিতাবাঘটিকে, হাতে সময় ১৫ সেকেন্ড
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Optical Illusion গেম এখন সোশ্যাল মিডিয়ায় খুব বিখ্যাত। অনেকেই এই গেম খেলতে পছন্দ করছেন।
#কলকাতা: হাতে সময় মাত্র ১৫ সেকেন্ড। তার মধ্যেই সম্ভব হলে খুঁজে বের করে দেখাতে হবে লুকিয়ে থাকা চিতাবাঘটিকে। ঘাপটি মেরে থাকা চিতাবাঘটিকে খুঁজতে অনেকেরই সমস্যা হওয়ার কথা। Optical Illusion গেম এখন সোশ্যাল মিডিয়ায় খুব বিখ্যাত। অনেকেই এই গেম খেলতে পছন্দ করছেন।
সম্প্রতি এই ছবিটিও সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে। হেমন্ত দেবী নামে এক জন এই ছবিটি তুলেছেন। ছবিটি প্রথমে দেখলেই প্রথমে গাছ, মাটি এবং ধুলো দেখা যাবে। কিন্তু একটু ভাল করে লক্ষ্য করলেই দেখা যাবে, ঘাপটি মেরে বসে রয়েছে চিতাবাঘ।
সহজে প্রথম দেখাতে কেউ চিতাবাঘটিকে লক্ষ্য করতে পারবেন না। কিন্তু ভাল করে খুটিয়ে দেখলেই নজরে আসবে চিতাবাঘটি। নেটিজেনদের অনেকেই বলেছেন কম সময়ে এই চিতাবাঘটিকে খুঁজে দেখাতে হবে।
advertisement
advertisement

ভাল করে খতিয়ে দেখলেই নজরে আসবে চিতাবাঘটি। ছবিতে গাছের একটি ছোট ডাল দেখা যাচ্ছে। তার ঠিক পিছনেই পড়ে রয়েছে মাটি। সেখানেই শুয়ে রয়েছে একটি ছোট চিতাবাঘ। এমন ভাবে চিতাবাঘের শাবকটি রয়েছে, সহজে খুঁজে বের করা অনেকটাই কষ্টের কাজ।
advertisement
সোশ্যাল মিডিয়ায় এখন এমন গেম খুবই জনপ্রিয়। এই গেমে সাধারণত একটি ছবি প্রথমে দেখতে হয়। তার পরে সেই ছবি মধ্যে কোনও কিছু লুকিয়ে থাকলে সেটা খুঁজে বের করতে হয়। কিন্তু বিষয়টি মোটেও সহজ নয়। কারণ যে বিষয়টিকে খুঁজে বের করতে হয়, তা খোঁজা মোটেও সহজ কাজ নয়। ঠিক তেমনি, এই ছবিতে চিতাবাঘটিকে খুঁজে বের করা মোটেও সহজ কাজ নয়।
view commentsLocation :
First Published :
December 21, 2022 9:38 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: খুঁজে বের করুন ছবিতে লুকানো চিতাবাঘটিকে, হাতে সময় ১৫ সেকেন্ড