Optical Illusion Image: এই ছবিতে কতগুলো মুখ দেখতে পাচ্ছেন? তাতেই বোঝা যাবে আপনি কত সতর্ক ও বুদ্ধিমান
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Optical Illusion Image: অপটিক্যাল ইলিউশন সমাধান করতে গিয়ে ধরা পড়ে নিজের ব্যক্তিত্বের অচেনা বৈশিষ্ট্য৷ সাইকোঅ্যানালিসিসের ময়দানে ইদানীং খুবই জনপ্রিয় দৃষ্টিবিভ্রমের ছবিগুলি
মনের মধ্যে ঢুকে গোপন ছবি তুলে আনতে পারে অপটিক্যাল ইলিউশন৷ নিজের মনের বা ব্যক্তিত্বের এমন অনেক কথা হয়তো আমরা জানিই না৷ অপটিক্যাল ইলিউশন সমাধান করতে গিয়ে ধরা পড়ে নিজের ব্যক্তিত্বের অচেনা বৈশিষ্ট্য৷ সাইকোঅ্যানালিসিসের ময়দানে ইদানীং খুবই জনপ্রিয় দৃষ্টিবিভ্রমের ছবিগুলি৷
মেক্সিকোর শিল্পী অক্টাভিও ওকাম্পো এঁকেছেন এরকমই এক তাক লাগানো অপটিক্যাল ইলিউশনের ছবি৷ ‘জেনারেলস ফ্যামিলি’ শীর্ষক এই ছবি খুবই জনপ্রিয়৷ আপনার কাজ হল মন দিয়ে ছবিটি দেখা৷ দেখুন তো কতগুলি মুখ আপনি এই ছবিতে খুঁজে পাচ্ছেন?
‘দ্য মাইন্ডস জার্নাল’-এ প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, যদি আপনি ৬ টা মুখ দেখতে পান, তাহলে আপনার নজরদারির ক্ষমতা ভাল কিন্তু সাধারণ৷ যদি ৭ টি মুখ চিহ্নিত করতে পারেন, তাহলে আপনার অবজারভেশন ক্ষমতা সাধারণ বা গড়পড়তার থেকে বেশি৷
advertisement
advertisement
আরও পড়ুন : কীভাবে একজন ধর্ষকে রূপান্তরিত হয়, সেটাই ‘দ্য রেপিস্ট’-এর পটভূমি : অপর্ণা সেন
যদি ৮ টা মুখ উঁকি দেয় আপনার দিকে তাহলে নিজের পর্যবেক্ষণ ক্ষমতা নিয়ে গর্বিত হতে পারেন৷ আর যদি ৯ টা, মানে ছবির সবকটা মুখ আপনি খুঁজে পান, তাহলে আপনি শ্যেনদৃষ্টির অধিকারী৷ পাশাপাশি, ‘দ্য মাইন্ডস জার্নাল’-এর আরও সংস্করণ, ৯ টা মুখ খুঁজে পেলে তীক্ষ্ণ নজরের পাশাপাশি আপনার সৃষ্টিশীলতাও বাহবা পাওয়ারই মতো৷ সেইসঙ্গে তুখোড় আপনার অনুমানক্ষমতাও৷ এই যুগলবন্দির কোনও তুলনা নেই৷
advertisement
আরও পড়ুন : আলুলায়িত চুলের ফাঁকে স্তনের আভাসে সুন্দরী যেন বন্য রূপসী, ছবি যেন চুম্বক
view commentsকোথায় কোথায় লুকিয়ে আছে ছবিগুলি? প্রথম ছবিটা অবশ্যই একজন রাশভারী জেনারেলের মুখ৷ সবার আগে এটাই চোখে পড়ে৷ তার মুখে লুকিয়ে আছে তিনটি আরও মুখ৷ একজন বৃদ্ধ, একজন মহিলা ও শিশুকোলে একজন মহিলার ছবি আছে৷
Location :
First Published :
May 11, 2022 5:07 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion Image: এই ছবিতে কতগুলো মুখ দেখতে পাচ্ছেন? তাতেই বোঝা যাবে আপনি কত সতর্ক ও বুদ্ধিমান