Optical Illusion: চোখধাঁধানো ছবিতে লুকোনো একটি সংখ্যা! ৬ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করে নিজের দৃষ্টিশক্তিকে এক বার পরখ করে নিতেই পারেন

Last Updated:

এই ছবিটির মজা হল, এর মধ্যে লুকিয়ে রয়েছে একটি সংখ্যা। এই সংখ্যাটিকেই মাত্র ৬ সেকেন্ড সময়ের মধ্যে খুঁজে বার করতে হবে।

চোখধাঁধানো ছবিতে লুকোনো একটি সংখ্যা! ৬ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করে নিজের দৃষ্টিশক্তিকে এক বার পরখ করে নিতেই পারেন
চোখধাঁধানো ছবিতে লুকোনো একটি সংখ্যা! ৬ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করে নিজের দৃষ্টিশক্তিকে এক বার পরখ করে নিতেই পারেন
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই স্পাইরাল ছবিটি। নীল আর কালো রঙের স্পাইরাল ছবি কিন্তু দৃষ্টিবিভ্রমের উদ্রেক করছে। একদৃষ্টে তাকিয়ে থাকলে যেন চোখে ধাঁধা লেগে যাচ্ছে। তবে এই ছবিটির মজা হল, এর মধ্যে লুকিয়ে রয়েছে একটি সংখ্যা। এই সংখ্যাটিকেই মাত্র ৬ সেকেন্ড সময়ের মধ্যে খুঁজে বার করতে হবে। আর এই চ্যালেঞ্জ হাতে নিয়ে রীতিমতো নাকাল হয়েছেন নেটিজেনরা। আজ এই চ্যালেঞ্জটিই নেওয়া যাক।
advertisement
advertisement
ছবিতে লুকিয়ে থাকা সংখ্যার হদিশ পেতে সবার আগে ছবিটির মধ্যে মনোনিবেশ করতে হবে। দৃষ্টিশক্তি কতটা প্রখর তারই পরীক্ষা এটা! যাই হোক, সময় তো পেরিয়ে গেল, কিন্তু সংখ্যাটা কি পাওয়া গেল? যদি পাওয়া গিয়ে থাকে, তাহলে তো কথাই নেই! সন্ধানকারীর নজরের তারিফ করতেই হয়। আর যদি না-ও পাওয়া যায়, তাতেও অসুবিধা নেই। আমরাই বলে দিচ্ছি খোঁজার উপায়টা।
advertisement
গোপন সংখ্যাটা খোঁজার জন্য ছবির একেবারে মাঝ বরাবর দৃষ্টিনিবদ্ধ করতে হবে। দৃষ্টি ওই এক জায়গায় স্থির রেখেই মাথাটা ধীরে ধীরে পিছনের দিকে সরাতে হবে। এর ফলে চোখ থাকবে ছবি থেকে কম করে ১৫-২০ কিলোমিটার দূরত্বে। এবার আশা করি গোপন সংখ্যাটা চোখের সামনে যেন জ্বলজ্বল করে উঠবে। আর গোপন সংখ্যাটা হল ২০। আসলে সংখ্যাটি এমন ভাবে ছবির মধ্যে মিশে গিয়েছিল যে তা খুঁজে পেতে বেশির ভাগ মানুষেরই সমস্যা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: চোখধাঁধানো ছবিতে লুকোনো একটি সংখ্যা! ৬ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করে নিজের দৃষ্টিশক্তিকে এক বার পরখ করে নিতেই পারেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement