Optical Illusion: ছবির প্যাটার্নের আড়ালে লুকিয়ে দুটি শব্দ, ২০ সেকেন্ডের মধ্যে পারবেন কি খুঁজতে? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল!

Last Updated:

ছবিতে কালো এবং সবুজ স্ট্রাইপ রয়েছে, যার মধ্যে দুটি ইংরেজি শব্দ বড় অক্ষরে লেখা আছে। এই শব্দগুলি খুঁজে বের করতে হবে। ২০ সেকেন্ডের মধ্যে শব্দটি খুঁজে বের করতে হবে।

অপটিক্যাল ইলিউশন: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
এই অপটিক্যাল ইলিউশনটি বেশ কঠিন, এই প্যারটানের আড়ালে দুটি ইংরেজি শব্দ লুকিয়ে রয়েছে তবে তা খোঁজা সহজ নয়। রেইনবো রিচেস ক্যাসিনো এটি তৈরি করেছে। ছবিতে কালো এবং সবুজ স্ট্রাইপ রয়েছে, যার মধ্যে দুটি ইংরেজি শব্দ বড় অক্ষরে লেখা আছে। এই শব্দগুলি খুঁজে বের করতে হবে। ২০ সেকেন্ডের মধ্যে শব্দটি খুঁজে বের করতে হবে।
advertisement
এতক্ষণে নিশ্চয়ই শব্দগুলি খুঁজে পেয়েছেন। যারা এখনও ছবির লেখা বোঝেননি, তাঁদের জন্য রইল একটি ইঙ্গিত। প্রথম শব্দটি F দিয়ে শুরু হবে এবং দ্বিতীয়টি S দিয়ে শুরু হবে।
advertisement
আপনি যদি ইতিমধ্যে এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করে থাকেন তবে অভিনন্দন, তবে আপনি যদি তা করতে না পারেন তবে আপনার জন্য রইল উত্তর। প্রথম শব্দটি হল FREE এবং দ্বিতীয় শব্দটি হল SPIN।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ছবির প্যাটার্নের আড়ালে লুকিয়ে দুটি শব্দ, ২০ সেকেন্ডের মধ্যে পারবেন কি খুঁজতে? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement