Optical Illusion: এই লাল চাকতিতে গরু না ঘোড়া দেখছেন? ৩ সেকেন্ডে বোঝা যাবে আপনি কতটা জিনিয়াস!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Optical Illusion: অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা!
এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও! সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মতো প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ‘অপটিক্যাল ইলিউশনস’ নামের এক ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে একটি ছবি। তাতে দেখা যাচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর একটা বড় লাল রঙের বৃত্ত।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: যখন-তখন ওজন মাপছেন? ভুল করছেন, জানুন কোন দিনের কোন সময় সঠিক ওজন বলে
আর বৃত্তটির ঠিক উপরেই কালো কালি দিয়ে লেখা রয়েছে, “সি এনিথিং? কাম ইওর মাইন্ড অ্যান্ড স্টেয়ার অ্যাট দিস রেড সার্কল।” অর্থাৎ “কিছু দেখতে পাচ্ছেন কি? মনকে শান্ত করে লাল বৃত্তটার দিকে একদৃষ্টে চেয়ে থাকুন।” আর ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, “কমেন্ট হোয়াট ইউ সি ইউথ অ্যান ইমোজি!” (যা দেখতে পাচ্ছেন, সেটা ইমোজির মাধ্যমে কমেন্টে জানান!)! আপাতদৃষ্টিতে কিছুই তো বোঝা গেল না! আসল বিষয়টা লুকিয়ে রয়েছে ওই লাল বৃত্তটির মধ্যেই! আর হ্যাঁ এর মাধ্যমেই নিজের দৃষ্টিশক্তিও পরখ করে নেওয়া যাবে! এই দৃষ্টি বিভ্রম ধাঁধাটি তৈরি করেছেন জ্যাক ও’নিল।
advertisement
আরও পড়ুন: ‘ভাইরাল’ বলেন কথায় কথায়, সোশ্যাল মিডিয়ায় কী ভাবে চালু হল এই শব্দ, আপনি জানেন?
ছবিটি ভাল করে খুঁটিয়ে দেখলে অর্থাৎ ওই লাল বৃত্তটির দিকে একদৃষ্টে চেয়ে থাকলে কোনও এক পশুকে দেখা যাবে। সেটাই খুঁজে বার করতে হবে। তা-ও মাত্র ৩ সেকেন্ডের মধ্যে! কিন্তু কী সেই পশু? অনেকেই উত্তর দিয়েছেন ‘ঘোড়া’। কেউ কেউ আবার বলছেন ‘গরু’। অনেকে আবার আরও নানা পশুর নাম করেছেন। যেমন – কুকুর, সিংহ, গাধা ইত্যাদি। কিন্তু আদতে কোন চারপেয়ে রয়েছে? আর সঠিক উত্তর হচ্ছে ঘোড়া। লাল রঙের বৃত্তের মধ্যে আসলে দেখা যাচ্ছে, জিন পরানো একটি ঘোড়া ঘাসের উপর দাঁড়িয়ে রয়েছে।
advertisement
তবে এমন অনেকেই রয়েছেন, যাঁরা বৃত্তটির মধ্যে কিছুই দেখতে পাননি। এক নেটিজেন লিখেছেন যে, “আমি বিভ্রান্ত।” আবার আর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, “কিছুই তো দেখতে পেলাম না।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 12:50 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: এই লাল চাকতিতে গরু না ঘোড়া দেখছেন? ৩ সেকেন্ডে বোঝা যাবে আপনি কতটা জিনিয়াস!

